ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সামাজিক মাধ্যমে বিএমইটি কার্ডের নামে মালয়েশিয়ায় প্রতারণার ফাঁদ!

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / 405

 

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের বিএমইটি কার্ড ডিজিটাল করে দেয়ার প্রচারণা চালাচ্ছে একটি চক্র। তাদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

 

শুক্রবার (১০ মে) বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে। এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।’

 

প্রসঙ্গত, বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমইটি কার্ড ইস্যু করা হয় না। এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা) থেকে সংগ্রহ করা যায়।

 

এছাড়া বিএমইটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট নয়। বাংলাদেশ হাইকমিশনের অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ বিষয়ে হাইকমিশনের সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে দূতাবাসের উল্লিখিত mailto:counselork1@probashi.gov.bd – এই মেইলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

সামাজিক মাধ্যমে বিএমইটি কার্ডের নামে মালয়েশিয়ায় প্রতারণার ফাঁদ!

আপডেটের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

 

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের বিএমইটি কার্ড ডিজিটাল করে দেয়ার প্রচারণা চালাচ্ছে একটি চক্র। তাদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

 

শুক্রবার (১০ মে) বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে বলা হয়, ‘সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে। এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।’

 

প্রসঙ্গত, বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমইটি কার্ড ইস্যু করা হয় না। এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা) থেকে সংগ্রহ করা যায়।

 

এছাড়া বিএমইটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট নয়। বাংলাদেশ হাইকমিশনের অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

এ বিষয়ে হাইকমিশনের সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে দূতাবাসের উল্লিখিত mailto:counselork1@probashi.gov.bd – এই মেইলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।