ঢাকা , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 356

 

 

বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌ পথে, ৪৮,৩১৯ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, সারা দেশের ডিপোগুলিতে মাত্র ২১,৫৩০ জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। তাঁর মতে, ডিপোর জট কমাতে, বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে গত ৩১ ডিসেম্বর ৪৮,৩১৯ জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 

ফেরত পাঠানো সংখ্যার মধ্যে ৩৪,৭০২ জন পুরুষ, ১১,৫৪০ জন মহিলা, ১,১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে রয়েছে।”
জট কমাতে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু করে দুই বছরের জন্য সাবাহের সান্দাকান বন্দর থেকে ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিন্সের নাগরিক বন্দীদের স্থানান্তরের জন্য ফেরি পরিবহন ব্যবস্থা প্রদান করা।

 

১ জানুয়ারী ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই বছরের জন্য তাওয়াউ বন্দর থেকে ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ইন্দোনেশিয়ার নাগরিক বন্দীদের ফিরিয়ে নেওয়ার জন্য ফেরি ভাড়া পরিষেবা প্রদান। জাকারিয়া বলেন, এর বাইরে, আরেকটি পদক্ষেপ হল পেনিনসুলার মালয়েশিয়া ডিপোতে ইন্দোনেশিয়ান নাগরিক বন্দীদের পাসির গুদাং বন্দর থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরে দুই বছরের জন্য, অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফেরি ভাড়া পরিষেবা প্রদান করা।

 

এছাড়া সাজা শেষ করা অভিবাসী বন্দীদের দ্রুত নিজ দেশে স্থানান্তর কর্মসূচিও পরিচালনা করছে ইমিগ্রেশন। পরিচালক বলেন, ডিপোতে জট কমাতে ইমিগ্রেশন বিভাগের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে এটি একটি।

শেয়ার করুন

বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেটের সময় : ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

 

বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌ পথে, ৪৮,৩১৯ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

 

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বিবৃতিতে বলেছেন, সারা দেশের ডিপোগুলিতে মাত্র ২১,৫৩০ জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। তাঁর মতে, ডিপোর জট কমাতে, বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে গত ৩১ ডিসেম্বর ৪৮,৩১৯ জন আটক অভিবাসীদের সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 

ফেরত পাঠানো সংখ্যার মধ্যে ৩৪,৭০২ জন পুরুষ, ১১,৫৪০ জন মহিলা, ১,১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে রয়েছে।”
জট কমাতে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু করে দুই বছরের জন্য সাবাহের সান্দাকান বন্দর থেকে ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিন্সের নাগরিক বন্দীদের স্থানান্তরের জন্য ফেরি পরিবহন ব্যবস্থা প্রদান করা।

 

১ জানুয়ারী ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই বছরের জন্য তাওয়াউ বন্দর থেকে ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ইন্দোনেশিয়ার নাগরিক বন্দীদের ফিরিয়ে নেওয়ার জন্য ফেরি ভাড়া পরিষেবা প্রদান। জাকারিয়া বলেন, এর বাইরে, আরেকটি পদক্ষেপ হল পেনিনসুলার মালয়েশিয়া ডিপোতে ইন্দোনেশিয়ান নাগরিক বন্দীদের পাসির গুদাং বন্দর থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরে দুই বছরের জন্য, অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফেরি ভাড়া পরিষেবা প্রদান করা।

 

এছাড়া সাজা শেষ করা অভিবাসী বন্দীদের দ্রুত নিজ দেশে স্থানান্তর কর্মসূচিও পরিচালনা করছে ইমিগ্রেশন। পরিচালক বলেন, ডিপোতে জট কমাতে ইমিগ্রেশন বিভাগের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে এটি একটি।