ঢাকা , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 929

মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক মোস্তফা ভূঁইয়ার মৃত্যুর পর এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছায়াগাঁও গ্রামের এই প্রবাসী ভাই গতকাল সেলাঙ্গর রাজ্যের কেলাং এলাকায় মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

কামরুল হাসান সজীব ও মনির মিজি নামীয় ফেসবুকের সূত্রে জানা গেছে, মোস্তফা ভুঁইয়া অবৈধ অভিবাসন পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মৃত্যুর পর তার রুমমেটরা তার মরদেহ ও একটি ব্যাগসহ কেলাংয়ের একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ অমানবিক ঘটনার খবরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট সকলকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

বিশেষভাবে কেলাং এবং এর আশপাশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে- মরদেহের সৎকার এবং পরিবারের সঙ্গে যোগাযোগে সহযোগিতা করার জন্য। কেউ যদি মোস্তফা ভূঁইয়ার পরিবার বা আত্মীয়স্বজনকে চিনে থাকেন, তাহলে দয়া করে অবিলম্বে তাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।

 

এ ধরনের ঘটনা প্রমাণ করে, প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি। মানবিকতা ও সহমর্মিতাই প্রবাসীদের প্রকৃত শক্তি-এটি যেন আবারও মনে করিয়ে দিল মোস্তফা ভূঁইয়ার করুণ বিদায়।

শেয়ার করুন

মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা

আপডেটের সময় : ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক মোস্তফা ভূঁইয়ার মৃত্যুর পর এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছায়াগাঁও গ্রামের এই প্রবাসী ভাই গতকাল সেলাঙ্গর রাজ্যের কেলাং এলাকায় মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

কামরুল হাসান সজীব ও মনির মিজি নামীয় ফেসবুকের সূত্রে জানা গেছে, মোস্তফা ভুঁইয়া অবৈধ অভিবাসন পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মৃত্যুর পর তার রুমমেটরা তার মরদেহ ও একটি ব্যাগসহ কেলাংয়ের একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ অমানবিক ঘটনার খবরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট সকলকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

বিশেষভাবে কেলাং এবং এর আশপাশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে- মরদেহের সৎকার এবং পরিবারের সঙ্গে যোগাযোগে সহযোগিতা করার জন্য। কেউ যদি মোস্তফা ভূঁইয়ার পরিবার বা আত্মীয়স্বজনকে চিনে থাকেন, তাহলে দয়া করে অবিলম্বে তাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।

 

এ ধরনের ঘটনা প্রমাণ করে, প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি। মানবিকতা ও সহমর্মিতাই প্রবাসীদের প্রকৃত শক্তি-এটি যেন আবারও মনে করিয়ে দিল মোস্তফা ভূঁইয়ার করুণ বিদায়।