ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৩৭ অভিবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 248

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ ৩৭ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এর মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে এনফোর্সমেন্ট অভিযানে ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

অভিযানের সময় গ্রেফতার এড়াতে ছাদ ও পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা পায়নি অভিবাসীরা। আবার কেউ কেউ দরজা খুলতেও অস্বীকৃতি জানালে, দরজা ভেঙে ফেলতে হয়।
অভিযানে, বিভিন্ন জাতীয়তার মোট ৮২ জন ব্যক্তিকে পরীক্ষা করা হয় এবং এর মধ্য থেকে, ১৯ থেকে ৫০ বছর বয়সী মোট ৩৭ জন অভিবাসীকে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করা হয়।

 

অভিযানে শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য অপরাধ যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তা জানা যায়নি।

 

অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলিতে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৩৭ অভিবাসী

আপডেটের সময় : ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ ৩৭ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) এর মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে এনফোর্সমেন্ট অভিযানে ৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

অভিযানের সময় গ্রেফতার এড়াতে ছাদ ও পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা পায়নি অভিবাসীরা। আবার কেউ কেউ দরজা খুলতেও অস্বীকৃতি জানালে, দরজা ভেঙে ফেলতে হয়।
অভিযানে, বিভিন্ন জাতীয়তার মোট ৮২ জন ব্যক্তিকে পরীক্ষা করা হয় এবং এর মধ্য থেকে, ১৯ থেকে ৫০ বছর বয়সী মোট ৩৭ জন অভিবাসীকে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করা হয়।

 

অভিযানে শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য অপরাধ যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তা জানা যায়নি।

 

অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলিতে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।