ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী:ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 328

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে, অধিক শ্রম, কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি কর্মীরা ।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেওয়ান রাকায়াত (সংসদে) প্রশ্নেওর পর্বে এ তথ্য জানান দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল বলছে, সংসদে সিম বলেন, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়াতে কর্মরত, সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন, তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল ৩ লাখ ৭০ হাজার ১২৭ জন কর্মী রয়েছেন।

 

সংসদে জামাল উদ্দিন ইয়াহিয়া (সংসদ সদস্যের) প্রশ্নের জবাবে মানবসম্পদমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন, যা দেশটির মোট কর্মীর ১৪ শতাংশ।

 

মন্ত্রী বলেন,মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রমবাজার। সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা ১৫ শতাংশ অতিক্রম করেনি। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে।

 

এ ছাড়া শ্রম আইন ভঙ্গের অভিযোগে নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ৬৮৯টি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ৩৫২টি আদালতে তোলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলছে কিনা এ নিয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করে আসছে উল্লেখ করে আইন লঙ্ঘনের সুযোগ কারোরই নেই বলেও জানান মন্ত্রী।

 

মন্ত্রী বলেন, শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়াজুড়ে শুধু ২০২৪ সালে ২১ হাজার ৫৭৩টি অভিযান পরিচালিত হয়েছে যার মধ্যে ৩৭৮৮টি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৯৯৯১টি অভিযোগ পাওয়া গেছে এবং ৯৭২৬টি অভিযোগ সমাধা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

মানবপাচার, জোর করে কর্মীদের কাজ করানোসহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় সব সময় তৎপর রয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী:ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে বাংলাদেশ

আপডেটের সময় : ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে, অধিক শ্রম, কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি কর্মীরা ।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেওয়ান রাকায়াত (সংসদে) প্রশ্নেওর পর্বে এ তথ্য জানান দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম। দেশটির জাতীয় দৈনিক মালয় মেইল বলছে, সংসদে সিম বলেন, বর্তমানে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়াতে কর্মরত, সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। যাদের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ১০৮ জন, তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল ৩ লাখ ৭০ হাজার ১২৭ জন কর্মী রয়েছেন।

 

সংসদে জামাল উদ্দিন ইয়াহিয়া (সংসদ সদস্যের) প্রশ্নের জবাবে মানবসম্পদমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় মোট অভিবাসী কর্মীর সংখ্যা ২৩ লাখ ৬৮ হাজার ৪২২ জন, যা দেশটির মোট কর্মীর ১৪ শতাংশ।

 

মন্ত্রী বলেন,মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রমবাজার। সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা ১৫ শতাংশ অতিক্রম করেনি। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে অভিবাসী কর্মী নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে।

 

এ ছাড়া শ্রম আইন ভঙ্গের অভিযোগে নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ৬৮৯টি অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ৩৫২টি আদালতে তোলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলছে কিনা এ নিয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করে আসছে উল্লেখ করে আইন লঙ্ঘনের সুযোগ কারোরই নেই বলেও জানান মন্ত্রী।

 

মন্ত্রী বলেন, শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়াজুড়ে শুধু ২০২৪ সালে ২১ হাজার ৫৭৩টি অভিযান পরিচালিত হয়েছে যার মধ্যে ৩৭৮৮টি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৯৯৯১টি অভিযোগ পাওয়া গেছে এবং ৯৭২৬টি অভিযোগ সমাধা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

মানবপাচার, জোর করে কর্মীদের কাজ করানোসহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তায় সব সময় তৎপর রয়েছে।