ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কতা

আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 270

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন/ ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগে এক সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বাংলাদেশি নারী কর্মীরা। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

 

তবে হাইকমিশন অবহিত হয়েছে, এক সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে।

 

এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির শঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

দুই দেশের সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

শেয়ার করুন

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কতা

আপডেটের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগে এক সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বাংলাদেশি নারী কর্মীরা। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

 

তবে হাইকমিশন অবহিত হয়েছে, এক সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নারী কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে।

 

এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক বা মানসিক ক্ষতির শঙ্কা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

দুই দেশের সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।