ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ আটক ৩২ অভিবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 226

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিট বিন্তাং ও আইটি প্লাজা হিসেবে পরিচিত লোয়েট প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্যান্য দেশের আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এ সময় দেশটির ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে।

 

সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১১ জন, পাকিস্তানের ১৭ জন এবং ভারতের ৩ জন নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে।

 

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, এ অভিযানে মোট ৩৯ জন বিদেশি কর্মীকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শেষে ৩২ জন অবৈধ ও অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের ১১, পাকিস্তানের ১৭ ও ভারতের ৩ নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে জানা গেছে।

 

গ্রেপ্তার অভিবাসীদের জেরা করে কর্তৃপক্ষ জানতে পারে, তাদের মধ্যে অনেকে অধ্যয়নরত ছাত্র; যারা এক হাজার রিঙ্গিতের বিনিময়ে এখানে পার্ট টাইম চাকরি করেন। এ ছাড়া এক হাজার রিঙ্গিতের পাশাপাশি বিক্রির ওপর ৫০ শতাংশ কমিশন পান তারা।

 

ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে বিশেষ নজরদারিতে রাখা হয় এই প্লাজা। আমাদের কাছে তথ্য আছে, প্লাজায় ছোট ছোট মোবাইলের দোকানে চাকরি এবং বিভিন্ন আইটি সেক্টরের দোকান দিচ্ছেন বিদেশি কর্মীরা। বিদেশি কর্মীরা স্থানীয় আইন লঙ্ঘন করে যাতে ব্যবসা করতে না পারেন, সে জন্য বিশেষ নজরদারিতে রাখা হবে স্থানটি।

 

তিনি জানান, ৫৬(১) ডি, ধারা ৬(১) সি এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর রেগুলেশন ৩৯ (বি) তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ আটক ৩২ অভিবাসী

আপডেটের সময় : ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিট বিন্তাং ও আইটি প্লাজা হিসেবে পরিচিত লোয়েট প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্যান্য দেশের আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এ সময় দেশটির ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে।

 

সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১১ জন, পাকিস্তানের ১৭ জন এবং ভারতের ৩ জন নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে।

 

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, এ অভিযানে মোট ৩৯ জন বিদেশি কর্মীকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শেষে ৩২ জন অবৈধ ও অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের ১১, পাকিস্তানের ১৭ ও ভারতের ৩ নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে জানা গেছে।

 

গ্রেপ্তার অভিবাসীদের জেরা করে কর্তৃপক্ষ জানতে পারে, তাদের মধ্যে অনেকে অধ্যয়নরত ছাত্র; যারা এক হাজার রিঙ্গিতের বিনিময়ে এখানে পার্ট টাইম চাকরি করেন। এ ছাড়া এক হাজার রিঙ্গিতের পাশাপাশি বিক্রির ওপর ৫০ শতাংশ কমিশন পান তারা।

 

ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে বিশেষ নজরদারিতে রাখা হয় এই প্লাজা। আমাদের কাছে তথ্য আছে, প্লাজায় ছোট ছোট মোবাইলের দোকানে চাকরি এবং বিভিন্ন আইটি সেক্টরের দোকান দিচ্ছেন বিদেশি কর্মীরা। বিদেশি কর্মীরা স্থানীয় আইন লঙ্ঘন করে যাতে ব্যবসা করতে না পারেন, সে জন্য বিশেষ নজরদারিতে রাখা হবে স্থানটি।

 

তিনি জানান, ৫৬(১) ডি, ধারা ৬(১) সি এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর রেগুলেশন ৩৯ (বি) তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।