ঢাকা , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া জঙ্গিবাদ সন্দেহে তদন্তে সহযোগিতা করবে মালয়েশিয়া ও বাংলাদেশ

মালদ্বীপে বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী গ্রেপ্তার

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 541

 

মালদ্বীপের গুরাইধু আইল্যান্ডে অবৈধভাবে বসবাস ও ব্যবসা করার অভিযোগে ৩৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিশেষ অভিযান ধীরে ধীরে দেশটির বিভিন্ন জায়গায় পরিচালনা করা হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ।

 

শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

 

মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযান চলাকালে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। ১১ বিদেশির ভিসা অসম্পূর্ণ ছিল। তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতাররা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।

শেয়ার করুন

মালদ্বীপে বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী গ্রেপ্তার

আপডেটের সময় : ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

 

মালদ্বীপের গুরাইধু আইল্যান্ডে অবৈধভাবে বসবাস ও ব্যবসা করার অভিযোগে ৩৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিশেষ অভিযান ধীরে ধীরে দেশটির বিভিন্ন জায়গায় পরিচালনা করা হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ।

 

শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমকে অভিবাসন বিভাগ থেকে জানানো হয়েছে, মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

 

মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে অবৈধ অভিবাসী বেড়ে যাওয়ায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযান চলাকালে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে আটক করা হয়। ১১ বিদেশির ভিসা অসম্পূর্ণ ছিল। তাদের ইমিগ্রেশনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতাররা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা।