ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ আটক ১৫১ অভিবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / 371

 

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চারটি জেলায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের মধ্যে ৫৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং দুইজন ইন্দোনেশিয়ান ছেলে রয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজ্যের জিআইএমএনএস-এর পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ অক্টোবর পর্যন্ত, চার দিনে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশেপাশের ৫৬টি পৃথক স্থানে বিভিন্ন দেশের ৪১১ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

 

আটকদের মধ্যে ২৭ বাংলাদেশি,১৯ পাকিস্তানি ১১ থাই, দুই ভারতীয়, এবং একজন করে ইয়মেন, আফগান ও মিয়ানমারের নাগরিক রয়েছে। আটক অভিবাসীদের বয়স ১ থেকে ৫২ বছরের মধ্যে।

 

অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় কয়েক জন নাগরিক মুক্তির আবেদনও করেছিলেন। আটকদের আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

শেয়ার করুন

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ আটক ১৫১ অভিবাসী

আপডেটের সময় : ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

 

মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে রাজ্যের চারটি জেলায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের মধ্যে ৫৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং দুইজন ইন্দোনেশিয়ান ছেলে রয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজ্যের জিআইএমএনএস-এর পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ অক্টোবর পর্যন্ত, চার দিনে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশেপাশের ৫৬টি পৃথক স্থানে বিভিন্ন দেশের ৪১১ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

 

আটকদের মধ্যে ২৭ বাংলাদেশি,১৯ পাকিস্তানি ১১ থাই, দুই ভারতীয়, এবং একজন করে ইয়মেন, আফগান ও মিয়ানমারের নাগরিক রয়েছে। আটক অভিবাসীদের বয়স ১ থেকে ৫২ বছরের মধ্যে।

 

অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় কয়েক জন নাগরিক মুক্তির আবেদনও করেছিলেন। আটকদের আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।