ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, ৪৭ মাসে সর্বোচ্চ

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 357

 

গেল জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ কোটি ডলার বা ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অর্থবছরের শেষ মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষ্যে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুনের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে ১৪৬ কোটি ডলারের আয় দেশে পাঠান। আর ২৩ জুন পর্যন্ত তাঁরা পাঠিয়েছেন ২০৫ কোটি ২০ লাখ ডলার। ২৮ থেকে ৩০ জুন এই তিন দিনে দেশে প্রবাসী আয় আসে ১৬ কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে পুরো মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাই মাসে। আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। মূলত করোনার কারণে ওই সময়ে হুন্ডিতে পাঠানোর সুযোগ না থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়ে যায়।

 

সামগ্রিকভাবেও ২০২৩-২৪ অর্থবছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সাম্প্রতিক মাসগুলোয় দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এপ্রিল, মে ও জুন টানা এই তিন মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।

শেয়ার করুন

জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, ৪৭ মাসে সর্বোচ্চ

আপডেটের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

 

গেল জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ কোটি ডলার বা ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অর্থবছরের শেষ মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষ্যে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুনের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে ১৪৬ কোটি ডলারের আয় দেশে পাঠান। আর ২৩ জুন পর্যন্ত তাঁরা পাঠিয়েছেন ২০৫ কোটি ২০ লাখ ডলার। ২৮ থেকে ৩০ জুন এই তিন দিনে দেশে প্রবাসী আয় আসে ১৬ কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে পুরো মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাই মাসে। আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। মূলত করোনার কারণে ওই সময়ে হুন্ডিতে পাঠানোর সুযোগ না থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়ে যায়।

 

সামগ্রিকভাবেও ২০২৩-২৪ অর্থবছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সাম্প্রতিক মাসগুলোয় দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এপ্রিল, মে ও জুন টানা এই তিন মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।