ঢাকা , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ভিসা আবেদনের সময় মূল পাসপোর্ট জমা নিবে না ভিএফএস

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 681

 

বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্ক ভিসায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৮ মে থেকে ইতালি ভিসা আবেদন করার সময় মূল পাসপোর্ট নিবে না তারা। সোমবার (২৮ মে) ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে ২০২৪ সাল থেকে বাংলাদেশে ইতালি ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। স্ক্যান এবং ফটোকপি নেয়ার পর আবেদনকারীদের মূল পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

 

এছাড়া ভিএফএস আরো জানায়, পরবর্তীতে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আসল পাসপোর্ট নেয়া হবে।

 

এর আগে গেল বৃহস্পতিবার ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হয়েছে যা দুপুর ১টা পর্যন্ত চালু ছিল।

 

সেখানে ভিএফএস গ্লোবাল জানায়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরী হবে। এরপর সেই অ্যাকাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।

শেয়ার করুন

ভিসা আবেদনের সময় মূল পাসপোর্ট জমা নিবে না ভিএফএস

আপডেটের সময় : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

 

বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্ক ভিসায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৮ মে থেকে ইতালি ভিসা আবেদন করার সময় মূল পাসপোর্ট নিবে না তারা। সোমবার (২৮ মে) ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে ২০২৪ সাল থেকে বাংলাদেশে ইতালি ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। স্ক্যান এবং ফটোকপি নেয়ার পর আবেদনকারীদের মূল পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

 

এছাড়া ভিএফএস আরো জানায়, পরবর্তীতে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আসল পাসপোর্ট নেয়া হবে।

 

এর আগে গেল বৃহস্পতিবার ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হয়েছে যা দুপুর ১টা পর্যন্ত চালু ছিল।

 

সেখানে ভিএফএস গ্লোবাল জানায়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরী হবে। এরপর সেই অ্যাকাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।