চালু হয়েছে ইতালির ফ্যামিলি, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট
- আপডেটের সময় : ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / 587
ইতালির ফ্যামিলি, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করেছে ভিএফএস গ্লোবাল। ইতালির এসব ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত খোলা ছিল স্লট। তবে এখন পর্যন্ত কত জন অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য আবেদন করেছে সেই তথ্য জানা যায়নি।
এর আগে গেল বৃহস্পতিবার (২৩মে) তাদের নিজস্ব ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিএফএস। বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হবে।
বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল আরো জানায়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।
অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরী হবে। এরপর সেই অ্যাকাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।











