ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মে থেকে কুয়েতে চালু হচ্ছে এনআইডি সেবা

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 506

 

আগামী মে মাস থেকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৫ এপ্রিল) সকালে দূতাবাসের হল রুমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

 

মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসিকুজ্জামান জানান, বহুল কাঙ্ক্ষিত এনআইডি সেবা কুয়েত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা খুব শিগগিরই পেতে যাচ্ছে। আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে। এছাড়া তিনি বলেন, এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে।

 

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রত্যাশা দীর্ঘদিনের। মতবিনিময় সভায় এনআইডিতে ভুল তথ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ থেকে আসা নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

অনলাইনে আবেদন ফরম কপি, অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

 

এছাড়াও অন্যান্য কাগজপত্রগুলোর মধ্যে হলো- ইউনিয়ন অথবা পৌরসভা থেকে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন), শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে। পিতা-মাতা, স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর।

 

অনলাইন জন্মনিবন্ধন এবং পাসপোর্টের মধ্যে কোনো ধরনের তথ্যের গড়মিল থাকে এক্ষেত্রে আগে ভুল সংশোধন করে নিতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে।

 

এছাড়া যেসব প্রবাসীর আগে থেকে জাতীয়পত্র আছে। যদি তাতে কোনো ধরনের ভুল থাকে তা কুয়েত থেকে সংশোধন করা যাবে না। তবে অনলাইনে আবেদনের পরে বাংলাদেশে থেকে সংশোধন করতে পারবে প্রবাসীরা।

শেয়ার করুন

মে থেকে কুয়েতে চালু হচ্ছে এনআইডি সেবা

আপডেটের সময় : ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

 

আগামী মে মাস থেকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৫ এপ্রিল) সকালে দূতাবাসের হল রুমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

 

মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসিকুজ্জামান জানান, বহুল কাঙ্ক্ষিত এনআইডি সেবা কুয়েত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা খুব শিগগিরই পেতে যাচ্ছে। আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে। এছাড়া তিনি বলেন, এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে।

 

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রত্যাশা দীর্ঘদিনের। মতবিনিময় সভায় এনআইডিতে ভুল তথ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ থেকে আসা নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

অনলাইনে আবেদন ফরম কপি, অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

 

এছাড়াও অন্যান্য কাগজপত্রগুলোর মধ্যে হলো- ইউনিয়ন অথবা পৌরসভা থেকে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন), শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে। পিতা-মাতা, স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর।

 

অনলাইন জন্মনিবন্ধন এবং পাসপোর্টের মধ্যে কোনো ধরনের তথ্যের গড়মিল থাকে এক্ষেত্রে আগে ভুল সংশোধন করে নিতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে।

 

এছাড়া যেসব প্রবাসীর আগে থেকে জাতীয়পত্র আছে। যদি তাতে কোনো ধরনের ভুল থাকে তা কুয়েত থেকে সংশোধন করা যাবে না। তবে অনলাইনে আবেদনের পরে বাংলাদেশে থেকে সংশোধন করতে পারবে প্রবাসীরা।