ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মার্চের ৮ দিনে প্রবাসী আয় এলো ৫,৬৪২ কোটি টাকা

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 534

 

দেশে চলতি মাসের প্রথম ৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী আয় পাঠিয়েছেন ৫১ কোটি ২৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১১০ টাকা হিসাবে) যার পরিমাণ পাঁচ হাজার ৬৪১ কোটি ৯০ লাখ টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মার্চের শেষে এর পরিমাণ দাঁড়াতে পারে প্রায় দুই বিলিয়ন ডলারে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে প্রথম আট দিনে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। আর বিশেষায়িত কৃষি ব্যাংক থেকে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

 

আর এ সময়ের মধ্যে ১২টি মাধ্যমে কোনো প্রবাসী আয় পাঠাননি প্রবাসীরা। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ব্যাংক ও সীমান্ত ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

 

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা মোট ২১৬ কোটি ৬০ লাখ ডলার বা ২৩ হাজার ৮২৬ কোটি টাকা পাঠিয়েছেন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ডলার বা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২২ হাজার ১১০ কোটি টাকা। আর বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার বা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

শেয়ার করুন

মার্চের ৮ দিনে প্রবাসী আয় এলো ৫,৬৪২ কোটি টাকা

আপডেটের সময় : ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

 

দেশে চলতি মাসের প্রথম ৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী আয় পাঠিয়েছেন ৫১ কোটি ২৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১১০ টাকা হিসাবে) যার পরিমাণ পাঁচ হাজার ৬৪১ কোটি ৯০ লাখ টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মার্চের শেষে এর পরিমাণ দাঁড়াতে পারে প্রায় দুই বিলিয়ন ডলারে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে প্রথম আট দিনে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। আর বিশেষায়িত কৃষি ব্যাংক থেকে এসেছে ৯৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

 

আর এ সময়ের মধ্যে ১২টি মাধ্যমে কোনো প্রবাসী আয় পাঠাননি প্রবাসীরা। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের বেঙ্গল কমার্সিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ব্যাংক ও সীমান্ত ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

 

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা মোট ২১৬ কোটি ৬০ লাখ ডলার বা ২৩ হাজার ৮২৬ কোটি টাকা পাঠিয়েছেন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ডলার বা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২২ হাজার ১১০ কোটি টাকা। আর বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার বা ২১ হাজার ৮০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।