ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান: ৯৪ বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক অবৈধ অভিবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 557

 

৯৪ বাংলাদেশিসহ ৫১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

 

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৪৮৭ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের , ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছে। গভীর রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬ টায়। অভিযানের সময় দুই বাংলাদেশি একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

 

খায়রুল আমিনুস বলছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

 

এদিকে, সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম বলেছেন, সিটি কাউন্সিল স্থানীয়দের দেওয়া তথ্য ১০টি ব্যবসায়িক লাইসেন্স শনাক্ত করেছে যা বিদেশিদের কাছে বিক্রি করা হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান: ৯৪ বাংলাদেশিসহ আটক ৫ শতাধিক অবৈধ অভিবাসী

আপডেটের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

 

৯৪ বাংলাদেশিসহ ৫১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

 

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৪৮৭ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে, ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের , ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছে। গভীর রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬ টায়। অভিযানের সময় দুই বাংলাদেশি একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

 

খায়রুল আমিনুস বলছেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।

 

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

 

এদিকে, সুবাং জয়ার মেয়র দাতুক মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ইয়াতিম বলেছেন, সিটি কাউন্সিল স্থানীয়দের দেওয়া তথ্য ১০টি ব্যবসায়িক লাইসেন্স শনাক্ত করেছে যা বিদেশিদের কাছে বিক্রি করা হয়েছে।