মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ আটক ১৪৮ অভিবাসী

- আপডেটের সময় : ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 128
মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে জোহর বাহরুর ইস্কান্দার পুটেরির আশেপাশে দুটি পৃথক অভিযানে মোট ১৪৮ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।
তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়।
অভিযানে আটক মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল এক বিবৃতিতে জানিয়েছেন, আটককৃরা বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। “কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করে যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে।
এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন একদল বিদেশি কর্মী কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অফিসারের সাথে ধাক্কায় কর্মকর্তার বাম উরুর হাড় ভেঙে গেছে। কর্মকর্তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) পাঠানো হয়েছে।