মালয়েশিয়ায় ঈদের ছুটিতে ইমিগ্রেশনের নিবিড় পর্যবেক্ষণে নথিবিহীন অভিবাসীরা

- আপডেটের সময় : ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / 98
ঈদের ছুটিতে কুয়ালালামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নথিবিহীন অভিবাসীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কেএলসিসি, জালান সিলাং, কোতারায়া, বুকিত বিনতাং এবং চৌকিটসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে ইমিগ্রেশন।
সোমবার, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক, ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশনের কর্মীরা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সর্বদা প্রস্তুত। প্রয়োগমূলক ব্যবস্থার পাশাপাশি, টহল কার্যক্রম এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এটি শুধুমাত্র জনসাধারণের নিরাপত্তা বাড়াতে নয়, বরং অবৈধ অভিবাসীদের শনাক্ত করতেও সহায়ক হবে।
কেএলসিসি এলাকায় ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, বিদেশি নাগরিকদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কম হলেও, বিশেষ কিছু এলাকায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
ডিরেক্টর বলেছেন, টহল অভিযানে ৬০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৫ জন বাংলাদেশি, ১২৭ জন ইন্দোনেশিয়ান, ৮৮ জন ভারতীয়, ৩৮ জন চীনা, এবং ২১ জন ফরাসি, দক্ষিণ কোরিয়ান ও ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে, এই অভিযান শুধুমাত্র বিদেশিদের বিতাড়নের উদ্দেশ্যে নয়, বরং এটি বিশেষভাবে লক্ষ্য করছে যাদের বৈধ ভ্রমণ নথিপত্র নেই এবং যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন। অবৈধ বিদেশি কর্মী নিয়োগে জড়িত নিয়োগকর্তারাও নজরদারির আওতায় রয়েছেন।
অভিযান চলাকালীন সময়ে, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করলেও এ অভিযানে কাগজপত্রের যাচাইয়ের পর কাউকে আটক করেছে কি না তা জানায়নি ইমিগ্রেশন বিভাগ।