ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসী আটক আজীবন সম্মাননা পেলেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এশিয়া জুড়ে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম ‘এশিয়ান কে-পপ স্টারস’ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের পাঁয়তারা বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা” মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা মালয়েশিয়ায় ৩ মাসে বাংলাদেশিসহ ১৯,৩৬১ অবৈধ আটক

স্বাধীনতা দিবসে হাইকমিশনের অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 65

গতকাল ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হন কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

২৬শে মার্চ বুধবার, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেষণের মধ্যে দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আলোচনার ফাঁকে প্রদর্শন করা হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র। যা স্বাধীনতার কোনো প্রামাণ্য চিত্র না থাকায় প্রতিবাদমুখর হয়ে উঠেন উপস্থিত নেতাকর্মীরা। এছাড়া হাইকমিশন কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।

 

প্রদর্শিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের প্রতিবাদে উপস্থিত বিএনপি নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও ঘোষণার জন্য ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে একটা মানচিত্র,একটা পতাকা পেয়েছি,একটি ভূখণ্ড পেয়েছি নিজের আত্মপরিচয়ের জন্য। পুরো তথ্য চিত্রে তার নাম বা মহান স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ কে সু কৌশলে পাস কাটিয়ে জুলাই অভ্যুত্থানের লোকগাথা বলার ছলে, জুলাই অভ্যুত্থানের কয়জন ছাত্র নেতাকে জাতীর সামনে তুলে ধরার ধৃষ্টতার প্রয়াস খুবই আপত্তিকর। নেতারা বলেন, দেশ জনগণের টাকায় জুলাই গণ অভ্যুত্থানের ধুয়া তুলে সুকৌশলে এড়িয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতাকে অপমান করা হচ্ছে। সকলের মনে রাখতে হবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন জাতিস্বত্বা হিসাবে পৃথিবীতে স্থান পেয়েছি। আর জুলাই ২৪ বিপ্লব ছিল স্বদেশী, হায়েনা, শকুন, পশুর খপ্পর থেকে অধিকার আদায়ের লড়াই মাত্র।

 

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে হাইকমিশনে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসেন নেতাকর্মীরা।

 

নেতাকর্মীদের মধ্যে ছিলেন, দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, সহঅর্থ সম্পাদক এম এ কালাম, বুকিট বিন্তাং বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুব দলের সহসভাপতি আবু তালেপ, সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হানিফ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাবেক যুব দল সভাপতি নাসির উদ্দিন, জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম শেখ, যুব নেতা মিনহাজ মন্ডল, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি মজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ, যুব নেতা আমজাদ হোসেন মৃধা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

স্বাধীনতা দিবসে হাইকমিশনের অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ

আপডেটের সময় : ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

গতকাল ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হন কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

২৬শে মার্চ বুধবার, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেষণের মধ্যে দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আলোচনার ফাঁকে প্রদর্শন করা হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র। যা স্বাধীনতার কোনো প্রামাণ্য চিত্র না থাকায় প্রতিবাদমুখর হয়ে উঠেন উপস্থিত নেতাকর্মীরা। এছাড়া হাইকমিশন কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।

 

প্রদর্শিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের প্রতিবাদে উপস্থিত বিএনপি নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও ঘোষণার জন্য ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে একটা মানচিত্র,একটা পতাকা পেয়েছি,একটি ভূখণ্ড পেয়েছি নিজের আত্মপরিচয়ের জন্য। পুরো তথ্য চিত্রে তার নাম বা মহান স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ কে সু কৌশলে পাস কাটিয়ে জুলাই অভ্যুত্থানের লোকগাথা বলার ছলে, জুলাই অভ্যুত্থানের কয়জন ছাত্র নেতাকে জাতীর সামনে তুলে ধরার ধৃষ্টতার প্রয়াস খুবই আপত্তিকর। নেতারা বলেন, দেশ জনগণের টাকায় জুলাই গণ অভ্যুত্থানের ধুয়া তুলে সুকৌশলে এড়িয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতাকে অপমান করা হচ্ছে। সকলের মনে রাখতে হবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন জাতিস্বত্বা হিসাবে পৃথিবীতে স্থান পেয়েছি। আর জুলাই ২৪ বিপ্লব ছিল স্বদেশী, হায়েনা, শকুন, পশুর খপ্পর থেকে অধিকার আদায়ের লড়াই মাত্র।

 

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে হাইকমিশনে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসেন নেতাকর্মীরা।

 

নেতাকর্মীদের মধ্যে ছিলেন, দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সহসভাপতি তালহা মাহমুদ, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, সহঅর্থ সম্পাদক এম এ কালাম, বুকিট বিন্তাং বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুব দলের সহসভাপতি আবু তালেপ, সহ-সাধারণ সম্পাদক রমজান আলি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হানিফ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাবেক যুব দল সভাপতি নাসির উদ্দিন, জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম শেখ, যুব নেতা মিনহাজ মন্ডল, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি মজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ, যুব নেতা আমজাদ হোসেন মৃধা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।