মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা

- আপডেটের সময় : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 36
মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম ষড়যন্ত্রমূলক কারাবরণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) কুয়ালালামপুর উইসমা গেতা অসলীতে ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল আলোচনা সভায়, উপদেশ ও গঠন মূলক বক্তব্য প্রদানকালে বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত মানুষের মাঝে এমন ভাবে উপস্থাপন করতে হবে। যেন দেশের জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার যেন চলমান থাকে এবং চলমান অঙ্গীকারে সকলকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। যাতে করে আবারও কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পারে।
বাদলুর রহমান বলেন, ২০০৭ সালের ৭ ই মার্চ এই দিনে তদানীন্তন সেনা শাসিত অবৈধ সরকারের রোষানলে পড়ে অনেকে কারা বরন করতে হয়েছিল। সেই বিভীষিকাময় দিনটিকে স্মরণ করে মালয়েশিয়া বিএনপি ।
আলোচনা শেষে ইফতার পূর্বক দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সহ সভাপতিও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক তালহা মাহমুদ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপি’র সাবেক সহ সভাপতি হাজী জাকিরুল ইসলাম, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, সহ সভাপতি ড. এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ মোল্লা। সহ অর্থ সম্পাদক এম এ কালাম। ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, আর্কাইভ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেন,জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাছুম শেখ, যুবদলের সহ সভাপতি মো. মঞ্জু খা, সহ সাধারণ সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক বাদল কারার, যুবনেতা নূরে ই সিদ্দিকী সুমন, যুবনেতা বিল্লাল শেখ, বি এন পি নেতা শাজালাল, আনোয়ার পারভেস, স্বেচ্ছা সেবক দল নেতা গোলাম কবির, সাইদুর রহমান বাবু,আল ইমরান, মারুফ ই এলাহি, পলাশ তালুকদার,শাহিন, তোতা মিয়া সহিদ, বিল্লাল হোসেন, আওলাদ হোসেন উত্তম কুমার। এছাড়াও প্রাদেশিক শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেয়।