ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়া প্রবাসী যে কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 66

কুয়ালালামপুরের পুডু এলাকার ব্লক সি কন্ডোমিনিয়াম মিহারজায় একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১:৪৮ টায় এমইআরএস ৯৯৯ জরুরি সেবার মাধ্যমে একটি কল পেয়ে পুডু ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তাদের সঙ্গে সহযোগিতা করে হ্যাং তুয়া ফায়ার স্টেশনের আরও একটি দল। উদ্ধার অভিযানে অংশ নেন মোট ২২ জন ফায়ার সার্ভিস কর্মী।

 

অভিযানের কমান্ডার পিবিকে আই কেপি নাজিলান বিন চে পা জানান, ঘটনাস্থলে পৌঁছার পর তারা দেখতে পান, এক যুবক উঁচু ভবনের বাহিরে জানালার গ্রিলের পাশে দাড়িয়ে আছে এবং লাফ দেয়ার চেষ্টা করছে। ওই সময় তার গায়ে কোনো পোশাক ছিল না। ফায়ার সার্ভিসের দল দ্রুত সুরক্ষা নেট স্থাপন করে এবং তার সঙ্গে কথা বলে তাকে নিবৃত্ত করার চেষ্টা চালায়।

 

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর, দুপুর ১২:৫৩ মিনিটে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানো হয়। তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

শেয়ার করুন

মালয়েশিয়া প্রবাসী যে কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল

আপডেটের সময় : ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

কুয়ালালামপুরের পুডু এলাকার ব্লক সি কন্ডোমিনিয়াম মিহারজায় একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১:৪৮ টায় এমইআরএস ৯৯৯ জরুরি সেবার মাধ্যমে একটি কল পেয়ে পুডু ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তাদের সঙ্গে সহযোগিতা করে হ্যাং তুয়া ফায়ার স্টেশনের আরও একটি দল। উদ্ধার অভিযানে অংশ নেন মোট ২২ জন ফায়ার সার্ভিস কর্মী।

 

অভিযানের কমান্ডার পিবিকে আই কেপি নাজিলান বিন চে পা জানান, ঘটনাস্থলে পৌঁছার পর তারা দেখতে পান, এক যুবক উঁচু ভবনের বাহিরে জানালার গ্রিলের পাশে দাড়িয়ে আছে এবং লাফ দেয়ার চেষ্টা করছে। ওই সময় তার গায়ে কোনো পোশাক ছিল না। ফায়ার সার্ভিসের দল দ্রুত সুরক্ষা নেট স্থাপন করে এবং তার সঙ্গে কথা বলে তাকে নিবৃত্ত করার চেষ্টা চালায়।

 

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর, দুপুর ১২:৫৩ মিনিটে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানো হয়। তিনি শারীরিকভাবে অক্ষত ছিলেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।