ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট না মানলে ক‍র্মী পাঠানো অনিশ্চিত! বৈদেশিক ক‍র্মসংস্থানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা ও বাস্তবতা: মোবারক উল্ল্যাহ শিমুল মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব নি‍র্বাচনে এআই প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যায় মিয়ানমারের দুজন অভিযুক্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 286

গুয়া মুসাং ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে অভিযুক্ত সান হটি ও খিন মং উইন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত। মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন প্রবাসী বাংলাদেশিকে হত্যা করে, সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামে মিয়ানমারের দুই নাগরিক।

 

বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়।

 

অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার দিকে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু, তানাহ টিংগি লোজিংয়ের একটি সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের দুই ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

 

তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয়া হয়নি; কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

 

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যায় মিয়ানমারের দুজন অভিযুক্ত

আপডেটের সময় : ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত। মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন প্রবাসী বাংলাদেশিকে হত্যা করে, সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামে মিয়ানমারের দুই নাগরিক।

 

বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়।

 

অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার দিকে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু, তানাহ টিংগি লোজিংয়ের একটি সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের দুই ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

 

তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয়া হয়নি; কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

 

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।