ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়শিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 149

মালয়েশিয়ায় অনুষ্টিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা। ৮ ডিসেম্বর,রবিবার, মালয়শিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো: এনামুল হক।

 

মতবিনিময় সভায় প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, দুর্নীতি চর্চার কারনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে তেমন কোন পার্থক্য না থাকা সত্ত্বেও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অথচ যেখানে মালয়েশিয়া একটি উন্নত রাষ্ট্র। জাতি হিসেবে আমরা অনেক পরিশ্রমী। আমাদের মধ্যে অনেকেই নিজ নিজ রিসোর্স দ্বারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কাজ করতে চাই, কিন্তু সঠিক প্লাটফর্মের অভাবে সম্ভব হচ্ছেনা। তিনি আরও বলেন, যদি আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সঠিকভাবে গাইড করতে পারি তাহলে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের দ্বারা অবদান রাখতে সক্ষম হবে। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির জন্য স্কুল, মসজিদ, ক্লাব প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান স্থাপনের গুরুত্ব সম্পর্কেও প্রস্তাব রাখেন যেগুলো বহির্বিশ্বে বাংলাদেশ কমউনিটিকে শক্তিশালী করবে।

 

উপস্থিত প্রবাসী অটোমোবাইল খাতের কর্মী মো: লিমন শেখ বলেন, বাংলাদেশে নেতার পরিবর্তন হয় কিন্তু নীতির পরিবর্তন হয়না, এবার আমরা নীতির পরিবর্তন চাই। প্রবাসী কর্মী মো: ইমন নাগরিক কমিটি থেকে পরিবার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন যারা দূর্নীতিমুক্তভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে পারেন। মালয়শিয়ার একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত মোহাম্মদ আফজাল হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশীদের সচেতন করতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রয়োজন। গণতন্ত্রায়নে প্রশিক্ষিত সুনাগরিকরাই ভালো ভূমিকা রাখতে পারে। উপস্থিত প্রবাসী উদ্যোক্তা নিয়ন আহমদ প্রবাসীকর্মী ভাইদের বিদেশে অবস্থানকালীন ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আইনজীবি আমান মোহাম্মদ আমানুল্লাহ সচ্ছতা ও নিরেপক্ষতার সাথে কাজ করে যাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

 

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ গণঅভ্যুত্থান সফলে প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক প্রবাসীদের অংশগ্রহণের গুরুত্ব আলোচনা করেন। তিনি প্রবাসীদের প্রতি বাংলাদেশকে বহির্বিশ্বে সঠিকভাবে তুলে ধরার জন্য ও দেশের উন্নয়নে সরাসরি যুক্ত হবার জন্য অংশগ্রহণকারীদের আহবান জানান।

 

ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণার সাবেক শিক্ষার্থী ও ইউনিভার্সিটি মালায়ার শিক্ষার্থী ঐতিহ্য বিশ্বাস মাম বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য বর্তমানে আমাদের কাছে না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে এই নিয়ে আমরা প্রপাগান্ডার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করতে পারছিনা, যার সুযোগ নিয়ে, বাংলাদেশকে বাংলাদেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে তুলে ধরা হচ্ছে। দ্রুত এবিষয়ে পদক্ষেপ নিয়েে সঠিক তথ্য সংগ্রহ করে তা তুলে ধরার আহবান জানানো যাচ্ছে। তিনি নাগরিক কমিটির মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশ গঠন বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন অংশের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

মালয়শিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

আপডেটের সময় : ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় অনুষ্টিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা। ৮ ডিসেম্বর,রবিবার, মালয়শিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো: এনামুল হক।

 

মতবিনিময় সভায় প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, দুর্নীতি চর্চার কারনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে তেমন কোন পার্থক্য না থাকা সত্ত্বেও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অথচ যেখানে মালয়েশিয়া একটি উন্নত রাষ্ট্র। জাতি হিসেবে আমরা অনেক পরিশ্রমী। আমাদের মধ্যে অনেকেই নিজ নিজ রিসোর্স দ্বারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কাজ করতে চাই, কিন্তু সঠিক প্লাটফর্মের অভাবে সম্ভব হচ্ছেনা। তিনি আরও বলেন, যদি আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সঠিকভাবে গাইড করতে পারি তাহলে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের দ্বারা অবদান রাখতে সক্ষম হবে। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির জন্য স্কুল, মসজিদ, ক্লাব প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান স্থাপনের গুরুত্ব সম্পর্কেও প্রস্তাব রাখেন যেগুলো বহির্বিশ্বে বাংলাদেশ কমউনিটিকে শক্তিশালী করবে।

 

উপস্থিত প্রবাসী অটোমোবাইল খাতের কর্মী মো: লিমন শেখ বলেন, বাংলাদেশে নেতার পরিবর্তন হয় কিন্তু নীতির পরিবর্তন হয়না, এবার আমরা নীতির পরিবর্তন চাই। প্রবাসী কর্মী মো: ইমন নাগরিক কমিটি থেকে পরিবার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন যারা দূর্নীতিমুক্তভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে পারেন। মালয়শিয়ার একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত মোহাম্মদ আফজাল হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশীদের সচেতন করতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রয়োজন। গণতন্ত্রায়নে প্রশিক্ষিত সুনাগরিকরাই ভালো ভূমিকা রাখতে পারে। উপস্থিত প্রবাসী উদ্যোক্তা নিয়ন আহমদ প্রবাসীকর্মী ভাইদের বিদেশে অবস্থানকালীন ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আইনজীবি আমান মোহাম্মদ আমানুল্লাহ সচ্ছতা ও নিরেপক্ষতার সাথে কাজ করে যাওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

 

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ গণঅভ্যুত্থান সফলে প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক প্রবাসীদের অংশগ্রহণের গুরুত্ব আলোচনা করেন। তিনি প্রবাসীদের প্রতি বাংলাদেশকে বহির্বিশ্বে সঠিকভাবে তুলে ধরার জন্য ও দেশের উন্নয়নে সরাসরি যুক্ত হবার জন্য অংশগ্রহণকারীদের আহবান জানান।

 

ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণার সাবেক শিক্ষার্থী ও ইউনিভার্সিটি মালায়ার শিক্ষার্থী ঐতিহ্য বিশ্বাস মাম বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য বর্তমানে আমাদের কাছে না থাকায় আন্তর্জাতিক অঙ্গনে এই নিয়ে আমরা প্রপাগান্ডার বিরুদ্ধে কোনো মত প্রকাশ করতে পারছিনা, যার সুযোগ নিয়ে, বাংলাদেশকে বাংলাদেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে তুলে ধরা হচ্ছে। দ্রুত এবিষয়ে পদক্ষেপ নিয়েে সঠিক তথ্য সংগ্রহ করে তা তুলে ধরার আহবান জানানো যাচ্ছে। তিনি নাগরিক কমিটির মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশ গঠন বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন অংশের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।