ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলন আর্কাইভ জুলাই-৩৬, মালয়েশিয়া কমিটি

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 71

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ, যেখানে থাকবেনা কোনো বিভেদ, থাকবেনা কোনো মতভেদ, থাকবেনা কোনো বর্ণভেদ, থাকবেনা উঁচু নিচুর পার্থক্যকারী দেয়াল। আমাদের নতুন এই বাংলাদেশে। নতুনভাবে আগামীর স্বপ্নের সুন্দর ও সফল বাংলাদেশ গড়বো সবাই মিলে।

 

দেশ পরিবর্তনকারী এই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছিলেন তাদের প্রত্যেককে সংগ্রামী সালাম। এই আন্দোলনে যেসকল ছাত্র-ছাত্রী, শিশু, তরুণ, বৃদ্ধ, দিন মজুর, খেটে খাওয়া মানুষ শহীদ হয়েছেন যাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ তাদের ভুলবে না বাংলাদেশ। তোমরা শহীদ হয়েও চির স্মরণীয়। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে লেখা হয়ে গেছে তোমাদের নাম। তোমাদের দেখানো পথে হেঁটেই আগামীর পথ চলবে বাংলাদেশ। তাহলে কখোনই দিক হারাবে না বাংলাদেশ।

 

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করে। যার ফলে একটি সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়, দেশ পতিত স্বৈরাচারের দুঃশাসনের হাত থেকে মুক্তি লাভ করে। আমরা নতুন করে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি।

 

এই বৈপ্লবিক আন্দোলন সংগ্রামকে যুগ যুগ দেশের আপামর জনসাধারণের পাশাপাশি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এর ওপর বই, গবেষণাধর্মী উপাদান, ছবি, পেপার কাটিং, ভিডিও, শহীদসহ আহতদের তথ্যাবলি নিয়ে আর্কাইভ ধারনার একটি ওয়েবসাইট জুলাই-৩৬ ডট কম নির্মিত হয়েছে (july-36.com)। পাশাপাশি নির্মিত হচ্ছে ওয়েবএ্যাপ। বর্তমানে চলছে এর ডেভেলপমেন্টের কাজ। এই জুলাই-৩৬ ডট কমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে উদ্যোক্তা টিম।

 

এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতার মিলনে এক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ১৩টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে বাংলাদেশীদের মিলন মেলায়।

 

উপস্থিত ছাত্র-জনতা তারা প্রত্যেকে তাদের বক্তব্যে একটি বিষয়ের দিকেই জোড় দৃষ্টি তুলে ধরেন তা হলো আমাদের সোনার বাংলায় যেন আর কোনোদিন কোনো সেক্টর বৈষম্যের স্বীকার না হয়। বক্তারা আরো বলেন আগামীর সোনার বাংলাকে আমরা বিশ্বের কাছে অন্যন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই সকলের ঐক্যমতের ভিত্তিতে। প্রবাসীরা আরো বলেন দেশ আমাদের তাই চিন্তাও আমাদের। এখানে উল্লেখ্য যে জুলাই আন্দোলন চলাকালীন মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতা তারা নিজ তাগিদে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে। বিশেষ করে মালয়েশিয়ায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা অনস্বীকার্য।

 

অনুষ্ঠানে জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন প্রতিটি আন্দোলনেরই দলিলপত্র থাকে যেমন রয়েছে আমাদের স্বাধীনতার আন্দোলনের দলিলপত্র। ঠিক তেমনি চব্বিশের এই জুলাই আন্দোলনের ইতিহাসকে যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিতে এবং ধারন করতেই আমাদের এই প্রয়াশ। আশা করছি এই প্ল্যাটফর্মে জুলাই আন্দোলনের সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবো আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায়। জুলাই-৩৬ শুধু একটি আর্কাইভ নয় এই প্ল্যাটফর্ম সাধ্যমত আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিলো তাদের পাশে থাকবে। এই কাজে আপনাদের সকলের সহযোগিতা আমাদের টিম প্রত্যাশা করছে। আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আসুন সকলে মিলে আমরা একসাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করি।

 

জুলাই-৩৬ ডট কমের আরেক উদ্যোক্তা সাজেদুল হক ডিউকের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি যেন পাখা মেলে দারুণভাবে। ডিউক তার বক্তব্যে বলেন, জুলাই-৩৬ এই আন্দোলনে আহত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত সম্প্রসারিত করণের মাধ্যমে এগিয়ে যেতে চায় আপনাদের সকলের সম্মিলিত উদ্যোগে। আমরা আশা করছি এই কাজে আপনাদের পাশে পাবো। আপনাদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে আরো আবেদন যে, আপনার/ আপনাদের কাছে এই আন্দোলনের যদি কোনো তথ্য, ছবি, ভিডিও থেকে থাকে সেগুলোও আমাদের কাছে পাঠিয়ে আর্কাইভকে আরো সমৃদ্ধ করতে আমাদের সহযোগিতা করুন। আপনারা চাইলে যে কেউ ০১৬০৪২২৬৪১১ এবং ০১৭১২৮২৫২৬৩ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আর্কাইভ জুলাই-৩৬ এর ২১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া কমিটি ঘোষণা করেন জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল। ঘোষিত কমিটিঃ সভাপতি- মো: শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক- বশির ইবনে জাফর, যুগ্ন সাধারণ সম্পাদক- মো: সানি, কোষাধক্ষ্য- মো: আসাদ, প্রচার সম্পাদক- মোঃ রাসেল রানা। উপদেষ্টা হিসেবে রাখা হয় দাতু শ্রী মোঃ সাহিদ উল্লাহ এবং আলতাব খানকে।পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অফিসিয়ালি প্রকাশিত হবে বলে জানান জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা।

শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলন আর্কাইভ জুলাই-৩৬, মালয়েশিয়া কমিটি

আপডেটের সময় : ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ, যেখানে থাকবেনা কোনো বিভেদ, থাকবেনা কোনো মতভেদ, থাকবেনা কোনো বর্ণভেদ, থাকবেনা উঁচু নিচুর পার্থক্যকারী দেয়াল। আমাদের নতুন এই বাংলাদেশে। নতুনভাবে আগামীর স্বপ্নের সুন্দর ও সফল বাংলাদেশ গড়বো সবাই মিলে।

 

দেশ পরিবর্তনকারী এই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছিলেন তাদের প্রত্যেককে সংগ্রামী সালাম। এই আন্দোলনে যেসকল ছাত্র-ছাত্রী, শিশু, তরুণ, বৃদ্ধ, দিন মজুর, খেটে খাওয়া মানুষ শহীদ হয়েছেন যাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ তাদের ভুলবে না বাংলাদেশ। তোমরা শহীদ হয়েও চির স্মরণীয়। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে লেখা হয়ে গেছে তোমাদের নাম। তোমাদের দেখানো পথে হেঁটেই আগামীর পথ চলবে বাংলাদেশ। তাহলে কখোনই দিক হারাবে না বাংলাদেশ।

 

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করে। যার ফলে একটি সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়, দেশ পতিত স্বৈরাচারের দুঃশাসনের হাত থেকে মুক্তি লাভ করে। আমরা নতুন করে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি।

 

এই বৈপ্লবিক আন্দোলন সংগ্রামকে যুগ যুগ দেশের আপামর জনসাধারণের পাশাপাশি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এর ওপর বই, গবেষণাধর্মী উপাদান, ছবি, পেপার কাটিং, ভিডিও, শহীদসহ আহতদের তথ্যাবলি নিয়ে আর্কাইভ ধারনার একটি ওয়েবসাইট জুলাই-৩৬ ডট কম নির্মিত হয়েছে (july-36.com)। পাশাপাশি নির্মিত হচ্ছে ওয়েবএ্যাপ। বর্তমানে চলছে এর ডেভেলপমেন্টের কাজ। এই জুলাই-৩৬ ডট কমকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে উদ্যোক্তা টিম।

 

এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতার মিলনে এক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ১৩টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে বাংলাদেশীদের মিলন মেলায়।

 

উপস্থিত ছাত্র-জনতা তারা প্রত্যেকে তাদের বক্তব্যে একটি বিষয়ের দিকেই জোড় দৃষ্টি তুলে ধরেন তা হলো আমাদের সোনার বাংলায় যেন আর কোনোদিন কোনো সেক্টর বৈষম্যের স্বীকার না হয়। বক্তারা আরো বলেন আগামীর সোনার বাংলাকে আমরা বিশ্বের কাছে অন্যন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই সকলের ঐক্যমতের ভিত্তিতে। প্রবাসীরা আরো বলেন দেশ আমাদের তাই চিন্তাও আমাদের। এখানে উল্লেখ্য যে জুলাই আন্দোলন চলাকালীন মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতা তারা নিজ তাগিদে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে। বিশেষ করে মালয়েশিয়ায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা অনস্বীকার্য।

 

অনুষ্ঠানে জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন প্রতিটি আন্দোলনেরই দলিলপত্র থাকে যেমন রয়েছে আমাদের স্বাধীনতার আন্দোলনের দলিলপত্র। ঠিক তেমনি চব্বিশের এই জুলাই আন্দোলনের ইতিহাসকে যুগ থেকে যুগান্তরে পৌঁছে দিতে এবং ধারন করতেই আমাদের এই প্রয়াশ। আশা করছি এই প্ল্যাটফর্মে জুলাই আন্দোলনের সব তথ্য সঠিক ও নির্ভুলভাবে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবো আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায়। জুলাই-৩৬ শুধু একটি আর্কাইভ নয় এই প্ল্যাটফর্ম সাধ্যমত আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিলো তাদের পাশে থাকবে। এই কাজে আপনাদের সকলের সহযোগিতা আমাদের টিম প্রত্যাশা করছে। আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আসুন সকলে মিলে আমরা একসাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কাজ করি।

 

জুলাই-৩৬ ডট কমের আরেক উদ্যোক্তা সাজেদুল হক ডিউকের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি যেন পাখা মেলে দারুণভাবে। ডিউক তার বক্তব্যে বলেন, জুলাই-৩৬ এই আন্দোলনে আহত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত সম্প্রসারিত করণের মাধ্যমে এগিয়ে যেতে চায় আপনাদের সকলের সম্মিলিত উদ্যোগে। আমরা আশা করছি এই কাজে আপনাদের পাশে পাবো। আপনাদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে আরো আবেদন যে, আপনার/ আপনাদের কাছে এই আন্দোলনের যদি কোনো তথ্য, ছবি, ভিডিও থেকে থাকে সেগুলোও আমাদের কাছে পাঠিয়ে আর্কাইভকে আরো সমৃদ্ধ করতে আমাদের সহযোগিতা করুন। আপনারা চাইলে যে কেউ ০১৬০৪২২৬৪১১ এবং ০১৭১২৮২৫২৬৩ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আর্কাইভ জুলাই-৩৬ এর ২১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া কমিটি ঘোষণা করেন জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল। ঘোষিত কমিটিঃ সভাপতি- মো: শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক- বশির ইবনে জাফর, যুগ্ন সাধারণ সম্পাদক- মো: সানি, কোষাধক্ষ্য- মো: আসাদ, প্রচার সম্পাদক- মোঃ রাসেল রানা। উপদেষ্টা হিসেবে রাখা হয় দাতু শ্রী মোঃ সাহিদ উল্লাহ এবং আলতাব খানকে।পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অফিসিয়ালি প্রকাশিত হবে বলে জানান জুলাই-৩৬ ডট কমের উদ্যোক্তা।