ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট না মানলে ক‍র্মী পাঠানো অনিশ্চিত! বৈদেশিক ক‍র্মসংস্থানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা ও বাস্তবতা: মোবারক উল্ল্যাহ শিমুল মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব নি‍র্বাচনে এআই প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 219

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা করা হয়।

 

গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর মানবপাচার সিন্ডিকেটের সাথে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।

 

জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভিকটিমদের পর্যটক হিসেবে নিয়ে আসে এবং ভিকটিমদের জন্য সমস্ত পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট টিকিটের বিষয় সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। এরপর, মানব পাচারের শিকারদের নিয়ে যাওয়া হয় একটি ‘ট্রানজিট হাউসে’।

 

“সিন্ডিকেট দ্বারা চার্জ করা ফি হল প্রতিটি ব্যক্তির জন্য ১৫ হাজার রিঙ্গিত এবং ভিকটিমকে ‘ট্রানজিট হাউস’ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্ ব্যক্তি প্রতি অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত নিত এই সিন্ডিকেট।

 

“অভিযান চালানো হলে, প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক একটি কক্ষের একটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানের সময় ৭ টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৭ টি স্মার্টফোনও জব্দ করা হয়।

 

“প্রাঙ্গণের তত্ত্বাবধায়ককে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর ১২ ধারার অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেপ্তার করা হয় এবং শাহ আলম আইপিডি সেন্ট্রাল লকআপ, সেলাঙ্গরে রাখা হয়।

 

১৮ থেকে ৪১ বছর বয়সী ছয় বাংলাদেশি যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

শেয়ার করুন

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার

আপডেটের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা করা হয়।

 

গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর মানবপাচার সিন্ডিকেটের সাথে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।

 

জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভিকটিমদের পর্যটক হিসেবে নিয়ে আসে এবং ভিকটিমদের জন্য সমস্ত পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট টিকিটের বিষয় সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। এরপর, মানব পাচারের শিকারদের নিয়ে যাওয়া হয় একটি ‘ট্রানজিট হাউসে’।

 

“সিন্ডিকেট দ্বারা চার্জ করা ফি হল প্রতিটি ব্যক্তির জন্য ১৫ হাজার রিঙ্গিত এবং ভিকটিমকে ‘ট্রানজিট হাউস’ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্ ব্যক্তি প্রতি অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত নিত এই সিন্ডিকেট।

 

“অভিযান চালানো হলে, প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক একটি কক্ষের একটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানের সময় ৭ টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৭ টি স্মার্টফোনও জব্দ করা হয়।

 

“প্রাঙ্গণের তত্ত্বাবধায়ককে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর ১২ ধারার অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেপ্তার করা হয় এবং শাহ আলম আইপিডি সেন্ট্রাল লকআপ, সেলাঙ্গরে রাখা হয়।

 

১৮ থেকে ৪১ বছর বয়সী ছয় বাংলাদেশি যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।