ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক মালয়েশিয়ার কোটা ভারুতে ১১৪ বাংলাদেশি আটক বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা কর্মীদের প্রতি মালয়েশিয়ান মালিকের অফুরান ভালোবাসা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে যৌথ অভিযানের প্রস্তুতি

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 152

মালয়েশিয়ার সেলাঙ্গরে রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন মিলে সমন্বিত ও যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান।

 

রাজ্য পুলিশ প্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাং-এর কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে নিবিড় পুলিশি নজরদারিতে রয়েছে।

 

সেলাঙ্গরের পুলিশ প্রধান, দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগের (জেআইএম) সাথে এই উদ্বেগ মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।

 

মন্তব্য করে তিনি বলেন “শুধুমাত্র এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর এবং সুঙ্গাই বুলোহ যেখানে সেখানে বিদেশীদের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে সেখানেও আমাদের নজরদারি রয়েছে”।

 

“এলাকাগুলো পুলিশের নজরদারির অধীনে রয়েছে এবং আমরা ইমিগ্রেশন বিভাগের সাথে একটি সমন্বিত অভিযান চালানোর আগে গোয়েন্দা তথ্যর জন্য অপেক্ষা করি”

৪ নভম্বর সোমবার, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এর আগে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় পান্ডান মেওয়াহ, আম্পাং-এর বাসিন্দারা এই এলাকায় বিদেশীদের অতিরিক্ত আনাগোনা নিয়ে উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে যৌথ অভিযানের প্রস্তুতি

আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ার সেলাঙ্গরে রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন মিলে সমন্বিত ও যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান।

 

রাজ্য পুলিশ প্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাং-এর কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে নিবিড় পুলিশি নজরদারিতে রয়েছে।

 

সেলাঙ্গরের পুলিশ প্রধান, দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগের (জেআইএম) সাথে এই উদ্বেগ মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।

 

মন্তব্য করে তিনি বলেন “শুধুমাত্র এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর এবং সুঙ্গাই বুলোহ যেখানে সেখানে বিদেশীদের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে সেখানেও আমাদের নজরদারি রয়েছে”।

 

“এলাকাগুলো পুলিশের নজরদারির অধীনে রয়েছে এবং আমরা ইমিগ্রেশন বিভাগের সাথে একটি সমন্বিত অভিযান চালানোর আগে গোয়েন্দা তথ্যর জন্য অপেক্ষা করি”

৪ নভম্বর সোমবার, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এর আগে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় পান্ডান মেওয়াহ, আম্পাং-এর বাসিন্দারা এই এলাকায় বিদেশীদের অতিরিক্ত আনাগোনা নিয়ে উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছে।