ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক মালয়েশিয়ার কোটা ভারুতে ১১৪ বাংলাদেশি আটক বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা কর্মীদের প্রতি মালয়েশিয়ান মালিকের অফুরান ভালোবাসা

মালয়েশিয়ায় অভিযানে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা এক প্রবাসী

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 249

 

মালয়েশিয়ার প্রদেশে প্রদেশে সর্বত্র চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির তেরেঙ্গানু রাজ্যে শুক্রবার দিবাগত রাতে চালানো হয় অভিযান। অভিবাসন বিভাগের অভিযান চলাকালীন সময়ে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকে যান এক প্রবাসী।

 

শনিবার (২৬ অক্টোবর) কসমো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয় গতরাতে (শুক্রবার) কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক প্রবাসী। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।

 

প্রতিবেদনে আরো বলা হয়, জানালায় আটকে যাওয়া ওই অভিবাসীকে উদ্ধারে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বাস করতেন। বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করতেন।

 

শনিবার তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান বলেন, গতকাল রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় অভিযানের সময় ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারে, কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দেয়।

 

উপ-পরিচালক মাত আমিন হাসান এক বিবৃতিতে বলেন, বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

 

অভিযানের সময় দুই কিশোর-সহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ, মিয়ানমার , পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকসহ ৩৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। আটককৃতদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক মাত আমিন হাসান।

শেয়ার করুন

মালয়েশিয়ায় অভিযানে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা এক প্রবাসী

আপডেটের সময় : ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

 

মালয়েশিয়ার প্রদেশে প্রদেশে সর্বত্র চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির তেরেঙ্গানু রাজ্যে শুক্রবার দিবাগত রাতে চালানো হয় অভিযান। অভিবাসন বিভাগের অভিযান চলাকালীন সময়ে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকে যান এক প্রবাসী।

 

শনিবার (২৬ অক্টোবর) কসমো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয় গতরাতে (শুক্রবার) কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক প্রবাসী। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।

 

প্রতিবেদনে আরো বলা হয়, জানালায় আটকে যাওয়া ওই অভিবাসীকে উদ্ধারে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বাস করতেন। বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করতেন।

 

শনিবার তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান বলেন, গতকাল রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় অভিযানের সময় ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারে, কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দেয়।

 

উপ-পরিচালক মাত আমিন হাসান এক বিবৃতিতে বলেন, বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

 

অভিযানের সময় দুই কিশোর-সহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ, মিয়ানমার , পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকসহ ৩৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। আটককৃতদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক মাত আমিন হাসান।