ঢাকা , মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক মালয়েশিয়ার কোটা ভারুতে ১১৪ বাংলাদেশি আটক বিভিন্ন দেশের ৪৮,৩১৯ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা কর্মীদের প্রতি মালয়েশিয়ান মালিকের অফুরান ভালোবাসা

মালয়েশিয়ার কোটা ভারুতে ১৭ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 310

 

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে ১৭ বাংলাদেশি অভিবাসীকে আটক অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও আটক করা হয়েছে আরো ১৩ অভিবাসীকে। কোটা ভারু শহরের পাসির পুতেহের চারপাশে অপস সাপু/কুটিপ নামে দুই দিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবান বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি।

 

৯ অক্টোবর কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, এই অভিযানে কোটা ভারু শহরের আশেপাশে সুপারমার্কেট প্রাঙ্গণ, জালান কুয়ালা ক্রাইয়ে দোকান এবং কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ,পাসির পুতেহ, কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

 

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমার ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় তাদের আটক করা হয়। আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

 

রাজ্যে বিদেশিদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের জড়িত কোনও কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান নিক আখতারুল হক।

 

এ ছাড়া অবৈধ অভিবাসীকে আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর নিক আখতারুল হক।

শেয়ার করুন

মালয়েশিয়ার কোটা ভারুতে ১৭ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

 

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারুতে ১৭ বাংলাদেশি অভিবাসীকে আটক অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও আটক করা হয়েছে আরো ১৩ অভিবাসীকে। কোটা ভারু শহরের পাসির পুতেহের চারপাশে অপস সাপু/কুটিপ নামে দুই দিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে।

 

বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবান বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি।

 

৯ অক্টোবর কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, এই অভিযানে কোটা ভারু শহরের আশেপাশে সুপারমার্কেট প্রাঙ্গণ, জালান কুয়ালা ক্রাইয়ে দোকান এবং কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ,পাসির পুতেহ, কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

 

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমার ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় তাদের আটক করা হয়। আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

 

রাজ্যে বিদেশিদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের জড়িত কোনও কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান নিক আখতারুল হক।

 

এ ছাড়া অবৈধ অভিবাসীকে আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর নিক আখতারুল হক।