সেপ্টেম্বরের ১৪ দিনে প্রবাসী আয় প্রায় ১১৭ কোটি মার্কিন ডলার
- আপডেটের সময় : ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / 121
চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স। আর দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা দরে)।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। আর আগস্টের ১৪ দিনে দেশে এসেছিল ১১৩ কোটি ৪২ লাখ ডলার। সে হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। আর ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় পাঠিয়েছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এর আগে, গেল জুন মাসে প্রবাসীরা দেশে পাঠান ২৫৪কোটি ২০ লাখ ডলার । যা গেল তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয়। এছাড়া জুলাই মাসে এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম । আর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
প্রবাসী আয় বেশি আসার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে সচেতনতা। যার কারণে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। আর এতে বাড়ছে প্রবাসী আয় আসার পরিমাণ। এভাবে প্রবাসী আয় আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।