মালয়েশিয়ার পেনাং রাজ্যে কনস্যুলার সেবা নিতে প্রবাসীদের ভিড়
- আপডেটের সময় : ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / 85
মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আর এ সেবা পেতে পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিসের সামনে স্থানীয় সময় সকাল থেকে শত শত প্রবাসী ভিড় জমিয়েছেন।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস হতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়া ১৪ সেপ্টেম্বর রবিবার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন, হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।
কিয়ামউদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে সরকারি ছুটির দিনে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে।
মোবাইল কনস্যুলার সেবা দিতে কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন, পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনস্যুলেট দাতো শেখ ইসমাইল বিন আলাউদ্দিন, ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের পরিচালক আরমান পারভেজ মুরাদ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।