বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দিয়েছে বায়রা

- আপডেটের সময় : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 264
চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিদেশে জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)। বায়রা’র সকল সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় এই চেক গ্রহণ করেছে।
গতকাল (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক করেন বায়রা নেতারা ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি । সেসময় প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন বায়রা নেতারা।

অন্যদিকে, বুধবারের বৈঠকে মালয়েশিয়ায় যেতে না পারা সেই ১৭ হাজার কর্মীকে দ্রুত টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিকে নতুন নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা এখনো টাকা পাননি, সেই কর্মীদেরকে পাওনা বুঝিয়ে দিতে রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠকে অংশ নেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রা’র ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, বায়রা’র মহাসচিব আলি হায়দার চৌধুরী, বায়রা’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভাই, সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান, বর্তমান সহ সভাপতি নোমান চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বায়রা’র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব আবুল বাসার, কে এম মোবারক উল্লাহ শিমুল, বায়রা’র সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, আমিয়াল ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী, শাহ জামাল মোস্তফা, কমপোর্ট ইইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মেহেদী হাসানসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা।