ক্ষতিগ্রস্ত পল্টন থানার সংস্কারে এগিয়ে এসেছে আরতাস
- আপডেটের সময় : ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 226
ক্ষতিগ্রস্ত পল্টন থানার সংস্কারে এগিয়ে এসেছে অ্যালায়েন্স অব রিক্রুটিং, ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সিস সোসাইটি আরতাস। সংগঠনটির পক্ষ থেকে থানার অবকাঠামো ও আসবাবপত্রের প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে পল্টন থানায় প্রয়োজনীয় এই মালামাল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরতাস’র আহবায়ক ফরিদ আহমেদ মজুমদার এবং সদস্য সচিব কে এম মোবারক উল্ল্যাহ শিমুলসহ সংগঠনটির নেতারা।
আরতাস’র সদস্য সচিব কেএম মোবারক উল্লাহ শিমুল জানান, পুলিশকে আগের মতই বন্ধু হিসেবে কাছে পেতে চান তারা তাই তাদের মনোবল চাঙ্গা করতে এগিয়ে এসেছেন তারা।
আরতাস’র আহবায়ক ফরিদ আহমেদ মজুমদার জানান, বর্তমান পরিস্তিতে থানার স্বাভাবিক কাজকর্ম ফিরিয়ে আনতে তাদের এই প্রচেষ্টা।এছাড়া নতুন বাংলাদেশ তৈরিতে পুলিশসহ সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
এছাড়া ক্ষতিগ্রস্ত এমন থানাগুলোতে সরকারি প্রক্রিয়ায় সংস্কার বা মালামাল ক্রয় সময় সাপেক্ষ হওয়ায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আরতাস সদস্যরা।
এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর থানাগুলো। দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। একইসাথে সম্প্রীতি শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে চলছে সংস্কারের কাজ। সংস্কার কাজের অংশ হিসেবে অবকাঠামো ও আসবাবপত্রের প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় আরতাস’র পক্ষ থেকে।
পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে এবং তাদের কাজে উৎসাহ বাড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পুলিশকে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হিসেবে দেখতে চান সাধারণ মানুষও। আর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সদস্যরাও নিজেদের ইমেজ ফিরিয়ে আনতে আন্তরিক।