দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশিদের খোঁজে কনস্যুলেটের হেল্পলাইন চালু
- আপডেটের সময় : ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / 389
দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বসবাসরত নিখোঁজ বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়াদের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। দুবাই কনস্যুলেট জেনারেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বল হয়েছে, “এতদ্দ্বারা দুবাই ও উত্তর আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ ও উম্মুল কুয়াইন -এ বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক নিখোঁজ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার, আটক হয়ে থাকলে তাদের নিকট আত্মীয়-স্বজন, সহকর্মী, পরিচিত ব্যক্তিগণকে নিম্নবর্ণিত টেলিফোন নম্বরে যোগাযোগপূর্বক নিখোঁজ, আটক ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে”
দুবাই কনস্যুলেট বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে এই নতুন হেল্পলাইন চালু করা হয়েছে। এই নম্বরে যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।
নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন:
+971 50 505 5838 (হোয়াটসঅ্যাপ)
+971 50 816 8263 (হোয়াটসঅ্যাপ)
+971 50 816 8253 (হোয়াটসঅ্যাপ)
হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ধরনের তথ্য দিতে হবে:
নিখোঁজ ব্যক্তির পাসপোর্টের কপি, ভিসার কপি, আমিরাতি আইডি কার্ড, নিখোঁজ হওয়ার তারিখ ও স্থান, আটক হওয়ার কারণ (যদি আটক থাকেন), আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, বাংলাদেশের ঠিকানা, নিকটাত্মীয়ের নাম, সম্পর্ক ও যোগাযোগের নম্বর
বিজ্ঞপ্তিতে দুবাই কনস্যুলেট জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। এই তথ্যের ভিত্তিতে তারা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে কাজ করবে।
বিঃদ্রঃ উপর্যুক্ত হোয়াটসঅ্যাপ যোগাযোগ নাম্বারসমূহ কেবলমাত্র নিখোঁজ ব্যক্তির তথ্য সরবরাহের জন্য উন্মুক্ত। কনস্যুলেটের অন্যান্য সেবার জন্য কেবলমাত্র নিয়মিত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।