ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের দেশে আসা এবং যাওয়ায় মর্যাদা নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / 205

 

প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,আমাদের লক্ষ্য হবে প্রত্যেক প্রবাসী কর্মীকে মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।”

 

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইবো।”

 

প্রধান উপদেষ্টা আরো বলেন, “বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিশিয়াল চ্যানেলে দেশে পাঠায়। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে। সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নিব।”

 

ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, “প্রবাসী কর্মীরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে। মুক্তিগামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে।”

 

এছাড়া দেশে কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’

 

ছাত্ররা তাঁদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের আপামর জনসাধারণ তাঁদের নিয়োগকে সমর্থন করেছেন বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তাঁরা যখন বলবে আমরা চলে যাবো।’

শেয়ার করুন

প্রবাসীদের দেশে আসা এবং যাওয়ায় মর্যাদা নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

 

প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,আমাদের লক্ষ্য হবে প্রত্যেক প্রবাসী কর্মীকে মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।”

 

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইবো।”

 

প্রধান উপদেষ্টা আরো বলেন, “বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিশিয়াল চ্যানেলে দেশে পাঠায়। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে। সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নিব।”

 

ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, “প্রবাসী কর্মীরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে। মুক্তিগামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে।”

 

এছাড়া দেশে কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’

 

ছাত্ররা তাঁদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের আপামর জনসাধারণ তাঁদের নিয়োগকে সমর্থন করেছেন বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তাঁরা যখন বলবে আমরা চলে যাবো।’