ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিডিএক্সপ্যাটস এর উদ্যোগে কুয়ালালামপুরে বসছে “বৈশাখী মেলা” মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় এক প্রবাসীর মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা মালয়েশিয়ায় ৩ মাসে বাংলাদেশিসহ ১৯,৩৬১ অবৈধ আটক কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করলেন পররাষ্ট্র সচিব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ আটক ১৪৮ অভিবাসী

মালয়েশিয়ার জোহর রাজ্যে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 151

 

মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়।

 

শনি এবং রোববার (২৪ ও ২৫ আগস্ট) জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে দুইদিনের মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।

 

এছাড়া ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন দেয়াসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। রোববার একই স্থানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ সময় মোবাইল কনস্যুলার সেবা প্রদানে উপস্থিত ছিলেন কাউন্সেলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আপডেটের সময় : ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

 

মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়।

 

শনি এবং রোববার (২৪ ও ২৫ আগস্ট) জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে দুইদিনের মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।

 

এছাড়া ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন দেয়াসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। রোববার একই স্থানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ সময় মোবাইল কনস্যুলার সেবা প্রদানে উপস্থিত ছিলেন কাউন্সেলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।