ওয়েজ আর্নার্স সেন্টারের পরিবহণ সুবিধা পুনরায় চালু হচ্ছে
- আপডেটের সময় : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / 197
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের ঢাকায় অবস্থানের জন্য ব্যবহৃত ওয়েজ আর্নার্স সেন্টারে যাওয়ার রাস্তা সংস্কারের জন্য বন্ধ ছিল পরিবহণ সুবিধা। এবার সেই সমস্যাও দূর হয়েছে, চালু হচ্ছে পরিবহণ সুবিধা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের ঢাকায় অবস্থানের জন্য ব্যবহৃত ওয়েজ আর্নার্স সেন্টারের সম্মুখভাগ লঞ্জনীপাড়া, বরুয়া, খিলক্ষেত এর রাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রসারণসহ উন্নয়ন কাজ আংশিক সম্পন্ন হয়েছে। কর্মীদের সেন্টারে যাতায়াতের জন্য পরিবহণ সুবিধা আগামী ১৭ আগস্ট ২০২৪ তারিখ শনিবার হতে পুনরায় চালু করা হবে।”
উল্লেখ: খিলক্ষেতের বড়ুয়া লঞ্জনীপাড়ায় প্রায় ১৪০ কাঠা জায়গায় বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের জন্য সাময়িক আবাসস্থল তৈরি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসীদের জন্য এ সেন্টারে রয়েছে থাকা-খাওয়ার ও বিমানবন্দরে যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা। পুরুষ ও নারীদের জন্য রয়েছে ৪৯টি বেড।
১০০ টাকা ফি দিয়ে সরাসরি কিংবা অনলাইনে এখানে থাকার আবেদন করা যাবে। একজন কর্মী ১টি সিটের জন্য আবেদন করতে পারবেন। প্রতি রাতের জন্য প্রতি সিটের ভাড়া ২০০ টাকা এবং প্রতিবার সর্বোচ্চ দুই রাত অবস্থান করা যাবে। অবস্থানের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ও এয়ার টিকিটের কপি, বহির্গমন ছাড়পত্র বা মেম্বারশিপ সনদের কপিসহ সংশ্লিষ্ট কাগজ।