ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সভাপতির সাক্ষাৎ, বায়রায় তোলপাড়

বিশেষ প্রতিনিধি, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 610

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম'র সঙ্গে বায়রা'র সাবেক সভাপতি নূর আলীসহ অন্যরা

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বায়রা’র সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী’র নেতৃত্বে কয়েকজন নেতার ফটো ঘিরে তোলপাড় শুরু হয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকদের মধ্যে। বিশেষ করে বায়রা সদস্যদের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফটো নিয়ে পাল্টাপাল্টি লেখালেখি চলছে। এটিকে অনেকেই শ্রমবাজার ইস্যুতে বড় ঘটনার আভাস দিচ্ছেন৤ আবার অনেক সদস্য এই সাক্ষাতের ফটো শুধুমাত্র সৌজন্যতা বলছেন৤

 

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ফটো প্রকাশের পর থেকে রিক্রুটিং এজেন্সি মালিকরা এই লেখালেখি শুরু করেন৤  মূলত মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ও পাল্টা সিন্ডিকেট ইস্যুকে সামনে আনছেন বায়রা’র বিবদমান পক্ষগুলো। প্রবাস বার্তা টিমের পাওয়া ছবিতে দেখা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে একই টেবিলে বায়রার সাবেক সভাপতি মোঃ নূর আলী। অনুষ্ঠানের কিছু আনুষ্ঠানিকতার ছবি রয়েছে। আবার বায়রা’র বর্তমান কমিটির সহ-সভাপতি চৌধুরী নোমান , যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী রাজনীতিক মোঃ জামিল হোসাইনসহ গ্রুপ ফটো রয়েছে  প্রধানমন্ত্রী আনোযার ইব্রাহিমের সঙ্গে৤  আর এসব ফটো ঘুরছে বায়রা সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চলছে তোলপাড় (প্রবাস বা‍‍র্তা টিমের কাছে এমন কিছু স্ক্রিনশ‍‍রট রয়েছে )৤

 

বায়রা’র সাবেক সভাপতি ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোঃ নূর আলী এই সফর ও বৈঠকের বিষয়টি প্রবাস বার্তা টিমের কাছে নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমবাজার ইস্যুতে কোন আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও মো. নূর আলী বলেছেন, “আমি সব সময় চাই সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হোক৤ এজন্য যখনই সুযোগ পাই, আমি সব ধরণের দেনদরবার করে যাচ্ছি৤ এটা আমি মন থেকে চাই৤” ইন্টারনেট সংযোগ সমস্যার কারণে এর বেশি তথ্য জানা সম্ভব হয়নি৤

 

এবিষয়ে প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিক মোঃ জামিল হোসাইন জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বায়রার সাবেক সভাপতির সাথে তারা অংশ নেন। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়াতে চাচ্ছেন৤ এজন্য বিশ্বের নানা দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছেন৤ এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যবসায়ী মো. নূর আলীকে আমন্ত্রণ জানিয়েছেন৤

 

শ্রমবাজার নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে মো. জামিল হোসাইন বলেন, “ওনারা দুজন আলাদাভাবে কথা বলার সময় আলোচনা হয়েছে কিনা, জানা নেই৤ তবে প্রধানমন্ত্রীর সাথের ক‍‍র্মক‍‍র্তাদের সাথে আমারা কথা বলেছি৤ বাংলাদেশের সকল ব্যবসায়ির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি”  জানান মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. জামিল হোসাইন৤

 

শেয়ার করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সভাপতির সাক্ষাৎ, বায়রায় তোলপাড়

আপডেটের সময় : ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বায়রা’র সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী’র নেতৃত্বে কয়েকজন নেতার ফটো ঘিরে তোলপাড় শুরু হয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকদের মধ্যে। বিশেষ করে বায়রা সদস্যদের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফটো নিয়ে পাল্টাপাল্টি লেখালেখি চলছে। এটিকে অনেকেই শ্রমবাজার ইস্যুতে বড় ঘটনার আভাস দিচ্ছেন৤ আবার অনেক সদস্য এই সাক্ষাতের ফটো শুধুমাত্র সৌজন্যতা বলছেন৤

 

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ফটো প্রকাশের পর থেকে রিক্রুটিং এজেন্সি মালিকরা এই লেখালেখি শুরু করেন৤  মূলত মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ও পাল্টা সিন্ডিকেট ইস্যুকে সামনে আনছেন বায়রা’র বিবদমান পক্ষগুলো। প্রবাস বার্তা টিমের পাওয়া ছবিতে দেখা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে একই টেবিলে বায়রার সাবেক সভাপতি মোঃ নূর আলী। অনুষ্ঠানের কিছু আনুষ্ঠানিকতার ছবি রয়েছে। আবার বায়রা’র বর্তমান কমিটির সহ-সভাপতি চৌধুরী নোমান , যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী রাজনীতিক মোঃ জামিল হোসাইনসহ গ্রুপ ফটো রয়েছে  প্রধানমন্ত্রী আনোযার ইব্রাহিমের সঙ্গে৤  আর এসব ফটো ঘুরছে বায়রা সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চলছে তোলপাড় (প্রবাস বা‍‍র্তা টিমের কাছে এমন কিছু স্ক্রিনশ‍‍রট রয়েছে )৤

 

বায়রা’র সাবেক সভাপতি ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোঃ নূর আলী এই সফর ও বৈঠকের বিষয়টি প্রবাস বার্তা টিমের কাছে নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমবাজার ইস্যুতে কোন আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও মো. নূর আলী বলেছেন, “আমি সব সময় চাই সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হোক৤ এজন্য যখনই সুযোগ পাই, আমি সব ধরণের দেনদরবার করে যাচ্ছি৤ এটা আমি মন থেকে চাই৤” ইন্টারনেট সংযোগ সমস্যার কারণে এর বেশি তথ্য জানা সম্ভব হয়নি৤

 

এবিষয়ে প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিক মোঃ জামিল হোসাইন জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বায়রার সাবেক সভাপতির সাথে তারা অংশ নেন। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়াতে চাচ্ছেন৤ এজন্য বিশ্বের নানা দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছেন৤ এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যবসায়ী মো. নূর আলীকে আমন্ত্রণ জানিয়েছেন৤

 

শ্রমবাজার নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে মো. জামিল হোসাইন বলেন, “ওনারা দুজন আলাদাভাবে কথা বলার সময় আলোচনা হয়েছে কিনা, জানা নেই৤ তবে প্রধানমন্ত্রীর সাথের ক‍‍র্মক‍‍র্তাদের সাথে আমারা কথা বলেছি৤ বাংলাদেশের সকল ব্যবসায়ির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি”  জানান মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. জামিল হোসাইন৤