কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ,আটক বাংলাদেশিসহ ৭৫০
- আপডেটের সময় : ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 167
কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ। এবার আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসাসকারী প্রবাসীদের ধরতে মাঠে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গেল সোমবার (১ জুলাই) ভোরে বিশেষ এই অভিযান শুরু হয়। তাতে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার হয়েছে। তবে তাদের ,মধ্যে কত জন বাংলাদেশি তা নির্দিষ্ট করে জানা যায়নি।
জানা গেছে, যারা দেশটির বিভিন্ন আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসবাস করছেন তাদের ধরতে দেশটির জাহরা, জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, খাইতান, আল-আহমদি, সালমিয়া, হাওয়ালি, ময়দান হাওয়ালি এবং জাবরিয়াতে অভিযান চালানো হয়। এতে গ্রেপ্তার অভিযানে অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।
গ্রেফতার হওয়াদের চার দিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সাথে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে , অবৈধভাবে বসবাসকারীদের ধরতে সারা দেশে গ্রেপ্তার অভিযান চালানো হবে। কুয়েতে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, পাবলিক সিকিউরিটি এবং রেসকিউ সার্ভিসেস বিভাগ থেকে নিরাপত্তা কর্মী এবং টহলরা এই অভিযানে অংশগ্রহণ করবে, প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেয়া হবে।
উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ছিল ১৭ জুন। পরে কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ-এর নির্দেশনায় ক্ষমার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। তিন মাসের বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। যেখানে অবৈধ প্রবাসী রয়েছে এক লাখ বিশ হাজার।