ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট না মানলে ক‍র্মী পাঠানো অনিশ্চিত! বৈদেশিক ক‍র্মসংস্থানে রিক্রুটিং এজেন্সির ভূমিকা ও বাস্তবতা: মোবারক উল্ল্যাহ শিমুল মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব নি‍র্বাচনে এআই প্রযুক্তির ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে লন্ডনের ঘোষণা ও এনসিপি-জামায়াতের গাত্রদাহ: গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক বাংলাদেশ থেকে ১ লাখ ক‍র্মী নেবে জাপান ‘মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোন অনিয়ম থাকবে না’ মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনায় আসিফ নজরুল ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে :ড. আসিফ নজরুল মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক অপারেশন, বাংলাদেশিসহ ১২৭০ অভিবাসী আটক

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ১৫ কোটি টাকা বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 333

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৪ হাজার ২৬১ জন প্রবাসী কর্মীর মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসব প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন বাবদ গেল অর্থবছরে ১৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১ জুলাই ) প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ এসব তথ্য জানান। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত অর্থ থেকে প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

দেবব্রত ঘোষ জানান, ২০২৩ সালের জুলাই মাসে ৩৬৬ টি লাশের বিপরীতে ১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, আগস্ট মাসে ১ কোটি ৫৪ লাখ টাকা, সেপ্টেম্বরে ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা, অক্টোবরে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা, নভেম্বরে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, ডিসেম্বরে ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

২০২৪ সালের জানুয়ারি মাসে ৩৬৩টি লাশের বিপরীতে ১ কোটি ২৭ লাখ ০৫ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ১ কোটি ০৮ লাখ ১৫ হাজার টাকা, মার্চ মাসে ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা, এপ্রিলে ৯৯ লাখ ৪০ হাজার টাকা, মে মাসে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা এবং জুন মাসে ১ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সর্বমোট ১৪ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকার চেক প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রদান করা হয়।

 

দেবব্রত ঘোষ আরো জানান, বিভিন্ন এয়ারক্রাফট যোগে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীর মৃতদেহ প্রবাসী কল্যাণ ডেস্কের কার্গো শাখা থেকে গ্রহণ করে দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ পরিবহণ ও দাফন খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকার চেক স্বচ্ছতার সাথে প্রদান করা হয়। এছাড়া বিমানবন্দরে প্রবাসী কর্মীর মৃতদেহ গ্রহণ করতে আসা প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের জন্য বিশ্রামাগার চালু করা হয়েছে।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২টি অ্যাম্বুলেন্স দিয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রবাসে মৃত ৯৫ জন কর্মীর লাশ পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়। গুরুতর অসুস্থ কর্মীকে গ্রহণ করে প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্স দিয়ে বিনা ভাড়ায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ।

 

দেবব্রত আরো জানান, ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে যে কর্মী বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড করে বিদেশে চাকরি নিয়ে ৫ বছরের মধ্যে মারা গেলে। তাদের প্রত্যেকের পরিবার ৩ লক্ষ টাকা দেয়া হয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে। জীবন বিমা কর্পোরেশন থেকে পাবেন ১০ লাখ টাকা।

শেয়ার করুন

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ১৫ কোটি টাকা বিতরণ

আপডেটের সময় : ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৪ হাজার ২৬১ জন প্রবাসী কর্মীর মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসব প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন বাবদ গেল অর্থবছরে ১৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১ জুলাই ) প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ এসব তথ্য জানান। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত অর্থ থেকে প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

দেবব্রত ঘোষ জানান, ২০২৩ সালের জুলাই মাসে ৩৬৬ টি লাশের বিপরীতে ১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, আগস্ট মাসে ১ কোটি ৫৪ লাখ টাকা, সেপ্টেম্বরে ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা, অক্টোবরে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা, নভেম্বরে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, ডিসেম্বরে ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

২০২৪ সালের জানুয়ারি মাসে ৩৬৩টি লাশের বিপরীতে ১ কোটি ২৭ লাখ ০৫ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ১ কোটি ০৮ লাখ ১৫ হাজার টাকা, মার্চ মাসে ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা, এপ্রিলে ৯৯ লাখ ৪০ হাজার টাকা, মে মাসে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা এবং জুন মাসে ১ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সর্বমোট ১৪ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকার চেক প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রদান করা হয়।

 

দেবব্রত ঘোষ আরো জানান, বিভিন্ন এয়ারক্রাফট যোগে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীর মৃতদেহ প্রবাসী কল্যাণ ডেস্কের কার্গো শাখা থেকে গ্রহণ করে দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ পরিবহণ ও দাফন খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকার চেক স্বচ্ছতার সাথে প্রদান করা হয়। এছাড়া বিমানবন্দরে প্রবাসী কর্মীর মৃতদেহ গ্রহণ করতে আসা প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের জন্য বিশ্রামাগার চালু করা হয়েছে।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২টি অ্যাম্বুলেন্স দিয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রবাসে মৃত ৯৫ জন কর্মীর লাশ পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়। গুরুতর অসুস্থ কর্মীকে গ্রহণ করে প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্স দিয়ে বিনা ভাড়ায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ।

 

দেবব্রত আরো জানান, ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে যে কর্মী বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড করে বিদেশে চাকরি নিয়ে ৫ বছরের মধ্যে মারা গেলে। তাদের প্রত্যেকের পরিবার ৩ লক্ষ টাকা দেয়া হয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে। জীবন বিমা কর্পোরেশন থেকে পাবেন ১০ লাখ টাকা।