ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিতে যেতে না পারা কর্মীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী প্রথম ধাপে ১৮ হাজার কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ড. ইউনূস সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ, আটক ২১ বাংলাদেশি মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির ৬ লাখ টাকাতেও মালয়েশিয়ায় পাঠাতে পারেননি, এখন সব পক্ষের টালবাহানা ! সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ডলার লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ দিল্লি, নিউইয়র্কসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, ৪৭ মাসে সর্বোচ্চ

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 146

 

গেল জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ কোটি ডলার বা ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অর্থবছরের শেষ মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষ্যে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুনের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে ১৪৬ কোটি ডলারের আয় দেশে পাঠান। আর ২৩ জুন পর্যন্ত তাঁরা পাঠিয়েছেন ২০৫ কোটি ২০ লাখ ডলার। ২৮ থেকে ৩০ জুন এই তিন দিনে দেশে প্রবাসী আয় আসে ১৬ কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে পুরো মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাই মাসে। আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। মূলত করোনার কারণে ওই সময়ে হুন্ডিতে পাঠানোর সুযোগ না থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়ে যায়।

 

সামগ্রিকভাবেও ২০২৩-২৪ অর্থবছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সাম্প্রতিক মাসগুলোয় দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এপ্রিল, মে ও জুন টানা এই তিন মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।

শেয়ার করুন

জুনে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, ৪৭ মাসে সর্বোচ্চ

আপডেটের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

 

গেল জুন মাসে বৈধ চ্যানেলে ২৫৪ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) পেয়েছে বাংলাদেশ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

সবমিলিয়ে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ কোটি ডলার বা ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। অর্থবছরের শেষ মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে দেশে। মূলত কোরবানির ঈদ উপলক্ষ্যে এসময় বড় অংকের অর্থ দেশে পাঠান প্রবাসীরা।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুনের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে ১৪৬ কোটি ডলারের আয় দেশে পাঠান। আর ২৩ জুন পর্যন্ত তাঁরা পাঠিয়েছেন ২০৫ কোটি ২০ লাখ ডলার। ২৮ থেকে ৩০ জুন এই তিন দিনে দেশে প্রবাসী আয় আসে ১৬ কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে পুরো মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের জুনে ২১৯ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে ২০২০ সালের জুলাই মাসে। আর বছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। মূলত করোনার কারণে ওই সময়ে হুন্ডিতে পাঠানোর সুযোগ না থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়ে যায়।

 

সামগ্রিকভাবেও ২০২৩-২৪ অর্থবছরে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সাম্প্রতিক মাসগুলোয় দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এপ্রিল, মে ও জুন টানা এই তিন মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে।