বছরে দুই হাজার কর্মী নিবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন
- আপডেটের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / 311
চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে। এ ছাড়া আগামী বছর থেকে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি।
বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন ট্যাক্সি ও বাইক রাইডার পেশার উল্লেখিত ১ হাজার ৩ শ’ কর্মী পাঠাবে মাত্র দুটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি। এরইমধ্যে এজেন্সি দুটির নামে বিদেশে কর্মী নিয়োগ অনুমতি ইস্যু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ১ হাজার ৩০০ ড্রাইভার নিবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছে। আর ৩০০ কর্মী যাবে ট্যাক্সি চালক হিসেবে। তিনি বলেন, কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এছাড়া এ সংখ্যাটা আরো বাড়বে।
তিনি আরো বলেন, ‘মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬ টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে ইতিমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন।”
কর্মী নেওয়ার বিষয় ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, ‘চলতি বছর ১৩শ ট্যাক্সি চালক ও মোটরসাইকেল নিয়োগ দেওয়া হবে। পরবর্তী বছরগুলিতে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।’
তিনি আরো বলেন, “গেল বছর বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন ২ হাজার ১০০ কর্মী নিয়েছে। আর চলতি বছর নিবে এক হাজার ৩০০ কর্মী। এছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিচ্ছি, এরমধ্যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কর্মী এবং হসপিটালিটি খাত অন্যতম।”
কয় বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী জানান, “শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।”
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাফফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকরসহ রাষ্ট্রদূতের সাথে আসা অতিথি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।