ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার রাওয়াং-এ ২১ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 179

 

মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের রাওয়াং এর কুয়াং-এ লজিস্টিক পরিষেবা সংস্থার একটি কারখানায় বৈধ কাগজপত্র নেই এমন ২৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)। আটকদের মধ্যে ২১ জনই বাংলাদেশি এবং বাকি ৮ জন নেপালের নাগরিক।

 

জিআইএম-এর এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক আসরি ওথমান বলেন, সোমবার (২৪ জুন) কুয়াং-এ স্থানীয় সময় সকাল ১১ টায় অভিযানে, কারখানায় মোট ১২৮ জন কর্মীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি এবং নেপালিসহ মোট ২৯ জনকে আটক করা হয়।

 

 

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, আটকদের কোন বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিবাসন প্রবিধানের ধারা ৩৯বি এর অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

আসরি জেআইএম-এর ইন্টিগ্রেটেড অভিযানের নেতৃত্ব দেন পেনিনসুলার মালয়েশিয়া ম্যানপাওয়ার ডিপার্টমেন্ট (জেটিকেএসএম) এবং রেগুলেটরি এজেন্সি ইন্টিগ্রিটি কমিশন (এসআইএপি) এর সাথে ৮৫ জন অফিসারকে নিয়ে অভিযান চালানো হয়।

 

 

আসরি বলেন, আটকদের কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুত্রজায়ার জেআইএম সদর দফতরে নেয়া হয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

এর আগে জেআইএম প্রয়োগকারী বিভাগ প্রায় এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য দিয়েছিল। তিনি বলেন, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানায় বিদেশি ছাড়াও স্থানীয় নাগরিকরা কাজ করছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়ার রাওয়াং-এ ২১ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

 

মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের রাওয়াং এর কুয়াং-এ লজিস্টিক পরিষেবা সংস্থার একটি কারখানায় বৈধ কাগজপত্র নেই এমন ২৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)। আটকদের মধ্যে ২১ জনই বাংলাদেশি এবং বাকি ৮ জন নেপালের নাগরিক।

 

জিআইএম-এর এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক আসরি ওথমান বলেন, সোমবার (২৪ জুন) কুয়াং-এ স্থানীয় সময় সকাল ১১ টায় অভিযানে, কারখানায় মোট ১২৮ জন কর্মীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি এবং নেপালিসহ মোট ২৯ জনকে আটক করা হয়।

 

 

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, আটকদের কোন বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিবাসন প্রবিধানের ধারা ৩৯বি এর অধীনে অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

 

আসরি জেআইএম-এর ইন্টিগ্রেটেড অভিযানের নেতৃত্ব দেন পেনিনসুলার মালয়েশিয়া ম্যানপাওয়ার ডিপার্টমেন্ট (জেটিকেএসএম) এবং রেগুলেটরি এজেন্সি ইন্টিগ্রিটি কমিশন (এসআইএপি) এর সাথে ৮৫ জন অফিসারকে নিয়ে অভিযান চালানো হয়।

 

 

আসরি বলেন, আটকদের কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুত্রজায়ার জেআইএম সদর দফতরে নেয়া হয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

এর আগে জেআইএম প্রয়োগকারী বিভাগ প্রায় এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য দিয়েছিল। তিনি বলেন, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানায় বিদেশি ছাড়াও স্থানীয় নাগরিকরা কাজ করছিলেন।