দ্বিতীয়বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বেনজীর আহমেদ
- আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / 216
দ্বিতীয় বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন ধামরাই থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য বেনজীর আহমেদ। এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট প্রথমবার একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয় তাঁকে। পরপর দুই দফায় বেনজীর আহমেদকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগসহ ধামরাইয়ের জনগণ।
বুধবার (১২ জুন ) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটির সভাপতি ও সদস্যদের নাম উল্লেখ করে এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি কন্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।
বেনজীর আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগের পরপর ৩ বার সভাপতি নির্বাচিত হন। ঢাকা ২০ সংসদীয় আসন (ধামরাই) এলাকা থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বেনজীর আহমেদ। এরপর ২০১৯ সালে ও ২০২৪ সালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোট ৩ বার সংসদ সদস্য নির্বাচন হন।
জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ – বায়রার দুই বারের সভাপতির দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। ২০১৬-২০১৮ মেয়াদে প্রথমবার এবং ২০১৮ – ২০২০ মেয়াদে দ্বিতীয় দফায় বায়রা’র সভাপতির দায়িত্ব ছিলেন আওয়ামী লীগের পরীক্ষিত এই রাজনীতিবিদ।
ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু বেনজীর আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এরপর যুবলীগ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদকে দ্বিতীয় বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ধামরাইয়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।