মালয়েশিয়ার কেলানতানে হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প
- আপডেটের সময় : ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / 152
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতাবাহরুতে দুই দিনব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প শুরু হয়েছে। সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহবান জানানো হয়।
শনি ও রবিবার (৮ ও ৯ জুন) বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। তিনি জানান, হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।
কনস্যুলার মোবাইল ক্যাম্পে ই-পাসপোর্টের বায়ো-এনরোলমেন্ট সম্পন্ন করেছেন কোতাবাহরুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক, মো: মজনু শেখ, মো: রবিউল ইসলাম, মো: মানিক প্রামানিক, মো: সোহাগ হোসেন ও শেখ মো: মো: সাদ্দাম হোসেন। তারা জানান কোয়ান্তান থেকে কুয়ালালামপুর মহরে যেতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা। কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয়। মালয়েশিয়ার দুর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কন্স্যুলার সেবা দিচ্ছে আমরা অত্যন্ত খুশি। প্রবাসীদের কল্যাণে এ মহতি উদ্যোগ গ্রহণে হাইকমিশনার মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান কন্স্যুলার সেবা নিতে আসা এ প্রবাসীরা।
মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের সেবা দিচ্ছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। তার সাথে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের একাউন্টেন্ট মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, অফিস সহকারী মোঃ মনজিল হোসেন, পলিটিক্যাল উইং এর অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমুখ।