ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিতে যেতে না পারা কর্মীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী প্রথম ধাপে ১৮ হাজার কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ড. ইউনূস সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ, আটক ২১ বাংলাদেশি মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির ৬ লাখ টাকাতেও মালয়েশিয়ায় পাঠাতে পারেননি, এখন সব পক্ষের টালবাহানা ! সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ডলার লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ দিল্লি, নিউইয়র্কসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

মালয়েশিয়ার কেলানতানে হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 152

 

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতাবাহরুতে দুই দিনব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প শুরু হয়েছে। সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহবান জানানো হয়।

 

শনি ও রবিবার (৮ ও ৯ জুন) বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। তিনি জানান, হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

 

কনস্যুলার মোবাইল ক্যাম্পে ই-পাসপোর্টের বায়ো-এনরোলমেন্ট সম্পন্ন করেছেন কোতাবাহরুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক, মো: মজনু শেখ, মো: রবিউল ইসলাম, মো: মানিক প্রামানিক, মো: সোহাগ হোসেন ও শেখ মো: মো: সাদ্দাম হোসেন। তারা জানান কোয়ান্তান থেকে কুয়ালালামপুর মহরে যেতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা। কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয়। মালয়েশিয়ার দুর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কন্স্যুলার সেবা দিচ্ছে আমরা অত্যন্ত খুশি। প্রবাসীদের কল্যাণে এ মহতি উদ্যোগ গ্রহণে হাইকমিশনার মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান কন্স্যুলার সেবা নিতে আসা এ প্রবাসীরা।

 

মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের সেবা দিচ্ছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। তার সাথে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের একাউন্টেন্ট মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, অফিস সহকারী মোঃ মনজিল হোসেন, পলিটিক্যাল উইং এর অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

মালয়েশিয়ার কেলানতানে হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প

আপডেটের সময় : ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

 

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতাবাহরুতে দুই দিনব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প শুরু হয়েছে। সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশের মাধ্যমে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহবান জানানো হয়।

 

শনি ও রবিবার (৮ ও ৯ জুন) বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। তিনি জানান, হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

 

কনস্যুলার মোবাইল ক্যাম্পে ই-পাসপোর্টের বায়ো-এনরোলমেন্ট সম্পন্ন করেছেন কোতাবাহরুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক, মো: মজনু শেখ, মো: রবিউল ইসলাম, মো: মানিক প্রামানিক, মো: সোহাগ হোসেন ও শেখ মো: মো: সাদ্দাম হোসেন। তারা জানান কোয়ান্তান থেকে কুয়ালালামপুর মহরে যেতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা। কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয়। মালয়েশিয়ার দুর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কন্স্যুলার সেবা দিচ্ছে আমরা অত্যন্ত খুশি। প্রবাসীদের কল্যাণে এ মহতি উদ্যোগ গ্রহণে হাইকমিশনার মো: শামীম আহসানকে ধন্যবাদ জানান কন্স্যুলার সেবা নিতে আসা এ প্রবাসীরা।

 

মোবাইল কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের সেবা দিচ্ছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। তার সাথে রয়েছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের একাউন্টেন্ট মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, অফিস সহকারী মোঃ মনজিল হোসেন, পলিটিক্যাল উইং এর অফিস সহকারি মোঃ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমুখ।