মালয়েশিয়ার শ্রমবাজার: ১৪ দেশ থেকে কর্মী নেয়া বন্ধ হচ্ছে আজ
- আপডেটের সময় : ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / 383
বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া আজ থেকে এই সকল দেশে বা ১৪টি দেশ থেকেই আপাতত কর্মী নেয়া বন্ধ করছে মালয়েশিয়া, এটি শুধু বাংলাদেশের জন্য নয় আগের অনুমোদন দেয়া কোটা বা চাহিদাপত্রের আওতায় অপেক্ষায় থাকা সব দেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় পৌঁছাতে আগেই ঘোষণাই বাস্তবায়ন করছে দেশটি শুক্রবার রাত ১২ টার মধ্যেই দেশগুলো থেকে কর্মী বহন করা ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার পর ১ জুন পৌঁছালেও সেই কর্মীদের প্রবেশ করতে দেবে দেশটির ইগ্রিগ্রেশন বিভাগ
শুক্রবার (৩১ মে দুপুরে) মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এয়ালাইন্স অপারেটস এসোসিয়েশন এক নোটিশে এই বিষয়টি নিশ্চিত করেছে চিঠির কপি প্রবাস বার্তার কাছে রয়েছে চিঠি অনুযায়ী, ৩১ মে শুক্রবার রাত ১২ টার মধ্যে ফ্লাইট ছাড়লে ১ জুন মালয়েশিয়া পৌঁছালেও সেই কর্মীদের প্রবেশ করতে দেবে দেশটি। তবে তারিখ অনুযায়ী ১ জুন অর্থাৎ শুক্রবার রাত ১২ টা পার হয়ে গেল, সেই ছেড়ে যাওয়া ফ্লাইটের কর্মীদের গ্রহণ করবে না মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষায় থাকা কর্মীরা জানান, তারা জমি বন্ধক রেখে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে রিক্রুটিং এজেন্সিকে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েছেন। তারা আরো জানান, মালয়েশিয়ায় পাঠানো হবে বলে দুই-তিন দিন আগে রিক্রুটিং এজেন্সি তাদের বিমানবন্দরে নিয়ে আসে। তবে সবচেয়ে খারাপ বিষয় হলো, এখন রিক্রুটিং এজেন্সির কর্মীরা তাদের ফোনই ধরছেন না।
মালয়েশিয়া যাওয়ার জন্য গত তিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন নরসিংদীর হালিম। কাঁদতে কাঁদতে হালিম বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার জন্য ধার দেন করে দালালকে ৫ লাখ টাকা দিয়েছি। রাত ১২টার আগে যেতে না পারলে এই ঋণ শোধ করব কী করে।
হালিমের মতো আরো হাজারো কর্মী নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়া যেতে বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দিনভর কষ্ট করে ফ্লাইটের আশায় বিমানবন্দরে মানবেতর অবস্থায় রয়েছেন অনেক যাত্রী। কেউ কেউ টিকিট কেটে এসেছেন, কেউবা আবার টিকিট ছাড়াই সেখানে অপেক্ষা করছেন। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়াগামী সাতটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের আরও একটি বিশেষ ফ্লাইট যায় মালয়েশিয়ার উদ্দেশে ।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়মের ঘটনায় চার বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। এরপর গত মার্চে মালয়েশিয়া জানায়, আপাতত আর কর্মী নেবে না দেশটি। যাঁরা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাঁদের ৩১ ম‘র (আজ শুক্রবার) মধ্যে মালয়েশিয়ায় যেতে হবে। এ জন্য কয়েক দিন ধরে রিক্রুটিং এজেন্সিগুলোর আশ্বাসে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাকায় আসছেন। তাঁরা প্রতিদিনই ভিড় করছেন বিমানবন্দরে। উড়োজাহাজে যাত্রার টিকিট না পেয়ে অনেককেই অনিশ্চয়তায় সময় কাটাতে হচ্ছে। এ অবস্থায় অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।