৩১ মে’র মধ্যেই মালয়েশিয়ায় যেতে হবে, বাড়ছে না সময়: হাইকমিশনার
- আপডেটের সময় : ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / 491
বাংলাদেশসহ বিদেশি কর্মীদের আগামী ৩১ মে’র মধ্যে মালয়েশিয়া যাওয়ার যে সময়সীমা দেশটির সরকার বেঁধে দিয়েছে, তা আপাতত আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম। বুধবার (২৯ মে) বিকেলে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম বলেন, ‘৩১ তারিখে পর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না। শুধু বাংলাদেশ না, ১৪ দেশের জন্যেই সময় বাড়ছে না।’
হাসনা মোহাম্মদ বলেন, ‘এই মুহূর্তে সময় বাড়ানোর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এটা মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত। এবং সরকারের উচ্চ পর্যায় থেকেই এ সিদ্ধান্ত এসেছে। ডেডলাইনের ব্যাপারে সরকার অনেক কঠোর।’
অনুষ্ঠানে শ্রমবাজার সিন্ডিকেটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, দুই দেশেই সিন্ডিকেট আছে যা এখন নিয়ন্ত্রণের বাহিরে। কিন্তু এই সমস্যা সমাধানে দুই দেশের সরকার এক সাথে কাজ করছে। মালয়েশিয়ার সরকার চায় অভিবাসী কর্মীরা একটি নিশ্চিত চাকরি নিয়ে সে দেশে যাবেন। আর দুর্নীতিতে যারা জড়িত তাদের শাস্তি দেওয়ার চেষ্টা চলছে।
মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৩১ মে’র পর বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গেল জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নেয়। একই সাথে বাংলাদেশসহ ১৫টি দেশের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া থেকে কর্মী যায় মালয়েশিয়ায়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডিকাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।