বাংলাদেশিদের জন্য ভিসা চালু করছে ওমান

- আপডেটের সময় : ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / 671
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করছে ওমান সরকার। বুধবার (২৯ মে) টাইমস অব ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃত করে এ কথা জানিয়েছেন।
১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে পারিবারিক ভিসা, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিশিয়াল ভিসা।
গেল বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেয়া স্থগিত করে ওমান। এর পর থেকে দেশটিতে বাংলাদেশিদের যাওয়া ৫০ শতাংশের বেশি কমে গেছে। গেল সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশি নাগরিক যাওয়ার সংখ্যা ছিল ২৮ হাজার ২০১।
গেল ৩১ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে রয়েল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করার বিষয়টি জানিয়েছিল।
ওই নিষেধাজ্ঞার পর মাসকাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে বলেছিল, ‘এ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য।’