ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভিজিট ভিসায় হজ মৌসুমে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 247

 

চলতি বছরের হজ মৌসুমে কঠোর অবস্থানে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় এবার ভিজিট ভিসায় হজ মৌসুমে হজযাত্রী ব্যতীত অন্যদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব প্রশাসন। বুধবার (২৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানায় আরব নিউজ।

 

বিবৃতিতে বলা হয়েছে, হজযাত্রী ব্যতীত অন্য কেউ হজ মৌসুম তথা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবে না। কেউ এই আইন লঙ্ঘন করলে তাকে জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, পর্যটন বা কাজের ভিসায় যারা সৌদি আরবে রয়েছেন তাদের কেউ হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে পারবেন না। হজ যাত্রীদের সুবিধার্থে এই নীতি গ্রহণ করা হয়েছে।

 

এছাড়া যারা এখন হজের ভিসা ব্যতীত অন্য ভিসায় সৌদিতে অবস্থান করছেন তাদেরকেও উল্লেখিত সময়ের মধ্যে মক্কায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সৌদি আইন অনুযায়ী ভ্রমণকারীকে ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। এছাড়া মক্কা ছাড়া সৌদির অন্যান্য স্থানের নাগরিকদের ক্ষেত্রে ২ থেকে ২০ জুন পর্যন্ত এই আইন প্রযোজ্য হবে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

ভিজিট ভিসায় হজ মৌসুমে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

 

চলতি বছরের হজ মৌসুমে কঠোর অবস্থানে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় এবার ভিজিট ভিসায় হজ মৌসুমে হজযাত্রী ব্যতীত অন্যদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব প্রশাসন। বুধবার (২৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানায় আরব নিউজ।

 

বিবৃতিতে বলা হয়েছে, হজযাত্রী ব্যতীত অন্য কেউ হজ মৌসুম তথা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবে না। কেউ এই আইন লঙ্ঘন করলে তাকে জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, পর্যটন বা কাজের ভিসায় যারা সৌদি আরবে রয়েছেন তাদের কেউ হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে পারবেন না। হজ যাত্রীদের সুবিধার্থে এই নীতি গ্রহণ করা হয়েছে।

 

এছাড়া যারা এখন হজের ভিসা ব্যতীত অন্য ভিসায় সৌদিতে অবস্থান করছেন তাদেরকেও উল্লেখিত সময়ের মধ্যে মক্কায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সৌদি আইন অনুযায়ী ভ্রমণকারীকে ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। এছাড়া মক্কা ছাড়া সৌদির অন্যান্য স্থানের নাগরিকদের ক্ষেত্রে ২ থেকে ২০ জুন পর্যন্ত এই আইন প্রযোজ্য হবে বলে সতর্ক করা হয়েছে।