প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন
- আপডেটের সময় : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / 292
প্রবাসী কর্মীদের অর্থ ফেরত দিচ্ছে মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন বেরহাদ (ইউপি)। বুধবার (২৯ মে)মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ(ইউপি) বিদেশি কর্মী নিয়োগে কোনোরকম অভিবাসন ব্যয় কর্মী হতে গ্রহণ করেন না। তারপরও বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট কোম্পানিতে আসা কর্মীদের থেকে বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে অর্থ নিয়েছে মর্মে ইউনাইটেড প্ল্যান্টেশন কর্তৃপক্ষ ২০২২ সালের ৪ জানুয়ারি তারিখে পরিচালিত মূল্যায়নে জানতে পেরেছেন। এ প্রেক্ষিতে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা কোম্পানিতে কর্মরত ছিলেন এবং অর্থ ফেরত পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তার তালিকা সংযুক্ত করা হয়েছে।
সংযুক্ত তালিকাভুক্ত যারা আছেন তাদেরকে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত +৬০১৩৮৩৩৪১০১ নম্বরে অথবা ই-মেইল ঠিকানায়- hr@unitedplantations.com , নিম্ন বর্ণিত তথ্য দেয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন
তথ্য প্রদানে যা দিতে হবে তা হলো, সর্বশেষ পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবি, ইউনাইটেড প্ল্যান্টেশন এর সাথে ওয়ার্ক পারমিট বা ভিসার কপি, কর্মীর নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম ও শাখার নাম এবং কর্মীর ফোন নম্বর।