ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিতে যেতে না পারা কর্মীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী প্রথম ধাপে ১৮ হাজার কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ড. ইউনূস সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ, আটক ২১ বাংলাদেশি মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির ৬ লাখ টাকাতেও মালয়েশিয়ায় পাঠাতে পারেননি, এখন সব পক্ষের টালবাহানা ! সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ডলার লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ দিল্লি, নিউইয়র্কসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

ভিসা আবেদনের সময় মূল পাসপোর্ট জমা নিবে না ভিএফএস

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 314

 

বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্ক ভিসায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৮ মে থেকে ইতালি ভিসা আবেদন করার সময় মূল পাসপোর্ট নিবে না তারা। সোমবার (২৮ মে) ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে ২০২৪ সাল থেকে বাংলাদেশে ইতালি ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। স্ক্যান এবং ফটোকপি নেয়ার পর আবেদনকারীদের মূল পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

 

এছাড়া ভিএফএস আরো জানায়, পরবর্তীতে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আসল পাসপোর্ট নেয়া হবে।

 

এর আগে গেল বৃহস্পতিবার ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হয়েছে যা দুপুর ১টা পর্যন্ত চালু ছিল।

 

সেখানে ভিএফএস গ্লোবাল জানায়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরী হবে। এরপর সেই অ্যাকাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।

শেয়ার করুন

ভিসা আবেদনের সময় মূল পাসপোর্ট জমা নিবে না ভিএফএস

আপডেটের সময় : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

 

বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্ক ভিসায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৮ মে থেকে ইতালি ভিসা আবেদন করার সময় মূল পাসপোর্ট নিবে না তারা। সোমবার (২৮ মে) ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে ২০২৪ সাল থেকে বাংলাদেশে ইতালি ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। স্ক্যান এবং ফটোকপি নেয়ার পর আবেদনকারীদের মূল পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

 

এছাড়া ভিএফএস আরো জানায়, পরবর্তীতে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আসল পাসপোর্ট নেয়া হবে।

 

এর আগে গেল বৃহস্পতিবার ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হয়েছে যা দুপুর ১টা পর্যন্ত চালু ছিল।

 

সেখানে ভিএফএস গ্লোবাল জানায়, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। আবেদনকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি অ্যাকাউন্ট তৈরী হবে। এরপর সেই অ্যাকাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।