ঢাকা , শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাল চালু হচ্ছে ইতালির ফ্যামিলি, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / 356

 

ইতালি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ইতালির ভিসা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। আগামীকাল (২৭মে) থেকে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হচ্ছে। গেল বৃহস্পতিবার (২৩মে) তাদের নিজস্ব ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিএফএস।

 

বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট আগামীকাল ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হবে।

 

বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। তারা আরো জানায়, সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আবেদনকারী নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি একাউন্ট তৈরী হবে। এরপর সেই একাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।

 

এর আগে ২১ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ইতালির রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মধ্যে পরিবর্তন এনে আধুনিক পদ্ধতি চালু করা হবে।

 

আর এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভিএফএস গ্লোবাল ২৭ মে’র এই ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

কাল চালু হচ্ছে ইতালির ফ্যামিলি, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট

আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

 

ইতালি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে ইতালির ভিসা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। আগামীকাল (২৭মে) থেকে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হচ্ছে। গেল বৃহস্পতিবার (২৩মে) তাদের নিজস্ব ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিএফএস।

 

বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, টুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট’র স্লট আগামীকাল ২৭ মে সকাল সাড়ে ৯ টায় খোলা হবে।

 

বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করতে সতর্ক করা হয়। তারা আরো জানায়, সম্পূর্ণ বিনা মূল্যে এবং সহজ ভাবে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে আবেদনকারী নিজেই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।

 

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে নিজের ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীর নামে ভিএফএস গ্লোবালে একটি একাউন্ট তৈরী হবে। এরপর সেই একাউন্টে গিয়ে সময় মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারী তার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে।

 

এর আগে ২১ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ইতালির রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মধ্যে পরিবর্তন এনে আধুনিক পদ্ধতি চালু করা হবে।

 

আর এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভিএফএস গ্লোবাল ২৭ মে’র এই ঘোষণা দিয়েছে।